Delhi Assembly Election 2025

আপ বলেছে মাসে ২১০০, কংগ্রেস বলল ২৫০০! দিল্লির ভোটে লড়াই সেই ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়েই

আপ প্রতিশ্রুতি দিয়েছে যে, দিল্লিতে ফের ক্ষমতায় এলে তারা মহিলাদের মাসে ২১০০ টাকা অনুদান দেবে। তার পাল্টা সোমবার কংগ্রেস ঘোষণা করল, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৪
Share:

দিল্লির মহিলাদের জন্য নতুন প্রকল্পের ঘোষণায় ডিকে শিবকুমার (মাঝে) এবং অন্য কংগ্রেস নেতারা। সোমবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

দিল্লি ভোটের আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে লড়াই শুরু হয়ে গেল আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের মধ্যে। অরবিন্দ কেজরীওয়ালের দল প্রতিশ্রুতি দিয়েছে যে, দিল্লিতে ফের ক্ষমতায় এলে তারা মহিলাদের মাসে ২১০০ টাকা অনুদান দেবে। তার পাল্টা সোমবার কংগ্রেস ঘোষণা করল যে, তারা ক্ষমতায় এলে মহিলাদের মাসে ২৫০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ, অনুদানের অঙ্ক আপের তুলনায় আরও ৪০০ টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিল হাত শিবির।

Advertisement

দিল্লির ক্ষমতাসীন আপ সরকার তাদের ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ প্রকল্পে বর্তমানে ১৮ বছর ঊর্ধ্ব মহিলাদের মাসে ১০০০ টাকা অনুদান দিয়ে থাকে। ক্ষমতায় ফিরলে এই অঙ্ক ২১০০ করা হবে বলে জানায় কেজরীওয়ালের দল। অনেকের মতে, মহিলা ভোট টানার লক্ষ্যে আপ যে কৌশল নিয়েছিল, অনুদানের অঙ্ক বৃদ্ধির ঘোষণা করে সেই কৌশলেই জল ঢালতে চাইছে কংগ্রেস।

কংগ্রেস প্রকল্পটির নাম রেখেছে ‘পেয়ারি দিদি যোজনা’। সোমবার এই প্রকল্পেই মহিলাদের ২৫০০ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই এই প্রকল্পটি অনুমোদন করানো হবে।

Advertisement

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ শুরু করে দিল্লির আপ সরকার। আপ প্রধান কেজরীওয়াল সে দিনই ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে অনুদানের অঙ্ক বাড়িয়ে ২১০০ করবেন। আপের দাবি, ২২ লক্ষ মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির গোড়ায় দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস জোট বেঁধে লড়লেও বিধানসভা ভোটে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে দুই দল। লড়াইয়ে রয়েছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement