News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৫

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’। জ্যোতিপ্রিয়ের শারীরিক পরিস্থিতি। বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড। রাজ্যের তাপমাত্রার গতিপ্রকৃতি। ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ ০৬:৩২
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’

Advertisement

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ রয়েছে। এটি ১০৬তম পর্ব। বেলা ১১টায় আকাশবাণী ও দূরদর্শনে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর আজ থাকবে।

জ্যোতিপ্রিয়ের শারীরিক পরিস্থিতি

Advertisement

শনিবার সন্ধ্যার বুলেটিনে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। সোমবার আরও পরীক্ষা করা হতে পারে বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর শারীরিক পরিস্থিতির খোঁজ নিতে রবিবার হাসপাতালে যেতে পারেন কোনও ইডি আধিকারিক। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে।

বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ড

আজ বিশ্বকাপে আবার নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতের সামনে এ বার ইংল্যান্ড। পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে ভারত। অন্য দিকে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পাঁচটি ম্যাচ খেলে জিতেছে মাত্র একটি। লখনউয়ে খেলা শুরু দুপুর ২টো থেকে। এই ম্যাচ স্টার স্পোর্টসে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যের তাপমাত্রার গতিপ্রকৃতি

গত কয়েক দিনে রাজ্যের আবহাওয়া শুকনো। কোথাও বৃষ্টি নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী বেশ কিছু দিন কলকাতা এবং সংলগ্ন এলাকায় তাপমাত্রা কম থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা কেমন থাকে সে দিকে নজর থাকবে।

ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

শুক্রবার রাত থেকেই গাজ়া ভূখণ্ডকে লক্ষ্য করে বিমানহানা আরও জোরদার করেছে ইজ়রায়েল। একই সঙ্গে বিক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত ভাবে গাজ়ায় ‘গ্রাউন্ড অপারেশন’ও চালাচ্ছে তারা। ইজ়রায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন প্যালেস্তিনীয় সশস্ত্র সংগঠন হামাসের ‘এয়ার চিফ’ আসেম আবু রাকাবা। শনিবার এমনই দাবি করল ইজ়রায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। অন্য দিকে, ইজ়রায়েলকে ঠেকাতে ‘সম্পূর্ণ শক্তি’ নিয়ে ঝাঁপিয়ে পড়ার কথা জানিয়েছে হামাসও। ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানও দাবি করেছে যে, বন্দুকের ‘ট্রিগারে আঙুল’ রেখেছে লেবাননের জঙ্গি সংগঠন হিজ়বুল্লা। সে ক্ষেত্রে হামাস-ইজ়রায়েল চলতি সংঘাতে বিপর্যয়ের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement