প্রতীকী ছবি।
ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হতে পারে। মঙ্গলবার এ কথা জানিয়েছে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (হু)। মঙ্গলবার, হু-র তরফে টুইট বার্তায় বলা হয়, ‘আগামী সপ্তাহে বিশেষজ্ঞেরা টিকা ব্যবহারের ঝুঁকি এবং সাফল্য পরীক্ষা করবেন। এ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর বিশ্লেষণের পরেই জরুরি ভিত্তিতে ব্যবহার করার ছাড়পত্র দেওয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মঙ্গলবার কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক লিমিটেডের দেওয়া মানবদেহে পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের তথ্য এক দফা বিশ্লেষণ করেন ‘হু’র বিশেষজ্ঞেরা। তার পরেই এই বার্তা দেওয়া হয়।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হু’-র তরফে জানানো হয়েছিল মানবদেহে কোভ্যাক্সিন পরীক্ষার ফল সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। সেগুলি জানতে চাওয়া হয়েছে। তাই ‘টেকনিক্যাল কারণে’ ছাড়পত্র দিতে কিছু দেরি হতে পারে। নির্মাতা সংস্থা ভারত বায়োটেকের দাবি, করোনা প্রতিরোধে ৭৭.৮ শতাংশ কার্যকরী কোভ্যাক্সিন। জুলাই মাসে হু-র বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছিলেন, কোভিড টিকা কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রাথমিক ভাবে তাঁরা সন্তুষ্ট।
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার সম্প্রতি বলেছিলেন, ‘‘আমরা আশা করছি, শীঘ্রই কোভ্যাক্সিন ছাড়পত্র পাবে। তার আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা টিকা সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ কমিটি(এনইজিভিএসি)-র চেয়ারম্যান তথা নীতি আয়োগের স্বাস্থ্য সংক্রান্ত সদস্য ভি কে পাল জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ‘হু’-র অনুমোদন পেতে পারে কোভ্যাক্সিন। প্রসঙ্গত, এ পর্যন্ত শুধু ভারতের তৈরি কোভিড-১৯ টিকা কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে ‘হু’।