প্রতীকী চিত্র।
স্কুল থেকে বেরিয়ে সামনেই দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল কিশোর। সেখান থেকে আর স্কুলে ফেরা হল না। রাস্তায় তাকে পিষে দিল ট্র্যাক্টর। একটি কুকুরকে এড়াতে গিয়ে কিশোর দুর্ঘটনার কবলে পড়ে, জানিয়েছেন স্থানীয়েরা।
ঘটনাটি তেলঙ্গানার হনুমাকোন্ডা জেলার। মৃতের নাম ধনুশ। পুলিশ জানিয়েছে, ওই কিশোর এলাকার একটি সরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। মঙ্গলবারও আর পাঁচ দিনের মতো স্কুলে গিয়েছিল সে। স্কুলের মাঝপথে বিরতির সময় কিশোর রাস্তায় বেরিয়েছিল। সামনের দোকানে বিস্কুটের প্যাকেট কিনতে গিয়েছিল সে। সেখানেই একটি ট্র্যাক্টর তাকে ধাক্কা দেয়। ট্র্যাক্টরের চাকার নীচে পিষে যায় তার দেহ।
স্থানীয়েরা জানিয়েছেন, রাস্তায় একটি কুকুর দেখে ভয় পেয়েছিল ওই ছাত্র। কুকুরটিকে পাশ কাটিয়ে সে দোকানে যেতে চেয়েছিল। তাই উল্টো দিক থেকে ছুটে আসা ট্র্যাক্টরটি সে হয়তো দেখতে পায়নি। তাতেই এই দুর্ঘটনা।
দুর্ঘটনার পর কিশোরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় এক বিজেপি নেতা দাবি করেছেন, ওই কিশোর তেলঙ্গানা সরকারের একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিল। রাজ্যের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সেই কর্মসূচি থেকে ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এই দাবির সঙ্গে পুলিশের বক্তব্যের কোনও মিল নেই।