মিরাটে কিশোরকে হাতুড়ির বাড়ি মেরে খুনের অভিযোগ দ্বাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে। —প্রতীকী চিত্র।
প্রেমিকার ছবি নিজের ফোনে নিয়ে নেওয়ায় রাগের মাথায় স্কুলের জুনিয়রকে খুন করল দ্বাদশ শ্রেণির ছাত্র। তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীদের সে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে খুনের কথা স্বীকার করে নিয়েছে বলে দাবি।
ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের। অভিযুক্তের বয়স ১৭ বছর। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে কিশোরকে খুন করেছে সে। পুলিশকে সে জানিয়েছে, তার ফোনে তার এবং তার প্রেমিকার কিছু ছবি ছিল। তাকে না-জানিয়েই ওই কিশোর সে সব ছবি নিজের ফোনে নিয়ে নিয়েছিল। যুগলের ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলিও নিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। স্কুলের ওই জুনিয়রের সঙ্গে এ নিয়ে তার কথা কাটাকাটি হয়েছিল। তার পরেই তাকে খুনের চক্রান্ত করে অভিযুক্ত।
কিশোরকে নিরিবিলি এলাকায় ডেকে পাঠিয়েছিল অভিযুক্ত। জানিয়েছিল, আট হাজার টাকার বিনিময়ে সে নিজের মোবাইল ফোনটি বিক্রি করতে চায়। সেই মতো টাকা নিয়ে এসেছিল কিশোর। একসঙ্গে তারা খাবারও খেয়েছিল। এর পরেই আচমকা হাতুড়ি দিয়ে কিশোরের মাথায় সজোরে আঘাত করে অভিযুক্ত। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরেনি কিশোর। তার পরিবার চিন্তিত হয়ে পড়ে এবং থানায় নিখোঁজ ডায়েরি করে। কিশোরের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ অভিযুক্তের খোঁজ পায়। তাকে প্রশ্ন করলে প্রথমে তদন্তকারীদের সে ভুল তথ্য দেয় বলে অভিযোগ। পরে জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয়। তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নদীর ধারে নলকূপের পাশ থেকে কিশোরের দেহ উদ্ধার করে পুলিশ। পাওয়া যায় সেই হাতুড়িও। ধৃতকে আপাতত পুলিশি হেফাজতেই রাখা হয়েছে।