Murder

Murder: তোকে তো মেয়ের মতো দেখতে, স্বভাবও! কটাক্ষ করায় সহপাঠীকে কুপিয়ে খুন কিশোরের

বারবার দেহের আকৃতি নিয়ে খোঁচা দেওয়ায় আক্রোশ তৈরি হয়েছিল কিশোরের। সেই আক্রোশেই খুন সহপাঠীকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১১:৩৪
Share:

সহপাঠীকে খুন ছাত্রের। প্রতীকী ছবি।

‘মেয়েলি’ বলে বার বার কটাক্ষ করায় স্কুলের সহপাঠীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার।

পুলিশ সূত্রে খবর, বারবার ওই ছাত্রকে তার সহপাঠী বলত, "তোকে তো মেয়ের মতো দেখতে! স্বভাবটাও তাই।" প্রতিদিন এ ভাবেই সেই সহপাঠী তার দেহের গঠন এবং স্বভাব নিয়ে খোঁচা মারতে থাকায় হতাশায় ভুগতে শুরু করে ওই কিশোর।

Advertisement

বার বার সহপাঠীকে নিষেধ করেছিল তাকে এ ভাবে খোঁচা না দিতে। কিন্তু সেই অনুরোধেও কোনও কাজ হয়নি। সহপাঠী তাকে প্রতিনিয়ত কটাক্ষ করতে থাকায় ভিতের ভিতরে এক সময় আক্রোশ তৈরি হয়েছিল কিশোরের। গত শনিবার বিষয়টি চরমে পৌঁছয়।

পুলিশ সূত্রে খবর, ওই দিন স্কুলে যাচ্ছিল কিশোর। স্কুলে ঢোকার আগেই ফের কটাক্ষের শিকার হয় সে। তখন তার সঙ্গে থাকা কাস্তে নিয়ে সেই সহপাঠীর উপর ঝাঁপিয়ে পড়ে কিশোর। একের পর এক কোপ বসিয়ে দেয় তার পর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ছাত্রের। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement