Bizarre

প্রেমিকের প্রাক্তনকে বাতকর্মের ভিডিয়ো পাঠিয়ে গ্রেফতার তরুণী! পেলেন অদ্ভুত শাস্তি

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৬:২৫
Share:

—প্রতীকী ছবি।

প্রেমিকের সঙ্গে তাঁর প্রাক্তন প্রেমিকার বহু দিন ধরেই অশান্তি চলছে। তা কিছুতেই মেনে নিতে পারেননি তরুণী। প্রেমিকের প্রাক্তনের আচরণ পছন্দ হয়নি তাঁর। তাই মদ খেয়ে তাঁকে বাতকর্মের ভিডিয়ো পাঠিয়ে বসলেন তরুণী। এই ধরনের ভিডিয়ো পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হয় তরুণীকে। আদালতের তরফে তাঁকে দেওয়া হয় কড়া শাস্তিও।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২৫ বছর বয়সি তরুণীর নাম রিয়ানন ইভানস। ব্রিটেনের বাসিন্দা তিনি। রিয়াননের প্রেমিকের প্রাক্তন প্রেমিকা ডেবোরা প্রাইথার্ক। ডেবোরার অভিযোগ, রিয়ানন তাঁকে বারংবার অশালীন ভিডিয়ো পাঠিয়েছিলেন। ভিডিয়োগুলি দেখে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছেন ডেবোরা। ডেবোরা আদালতে গিয়ে বলেন, ‘‘রিয়াননের পাঠানো প্রথম ভিডিয়োয় তিনি বাতকর্ম সেরে ক্যামেরার দিকে তাকিয়ে হেসেছিলেন। তার পর একই ধরনের পর পর তিন খানা ভিডিয়ো পাঠিয়েছিলেন তিনি।’’ ডেবোরার অভিযোগ, বেশ কয়েক দিন ধরে আরও চারটি ভিডিয়ো তাঁকে পাঠিয়েছিলেন রিয়ানন। তাই আইনের দ্বারস্থ হন ডেবোরা।

অন্য দিকে রিয়াননের দাবি, তাঁর প্রেমিকের সঙ্গে বহু দিন ধরে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল ডেবোরার। প্রেমিকের প্রাক্তনের আচরণ মোটেই ভাল লাগেনি তাঁর। তাই মত্ত অবস্থায় তাঁকে বাতকর্ম সারার ভিডিয়ো পাঠাতে শুরু করেন রিয়ানন। এই ধরনের ভিডিয়ো পাঠানোর অভিযোগে রিয়াননকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। আদালতের তরফে তাঁকে এক বছরের ‘কমিউনিটি অর্ডার’ (বিনা পারিশ্রমিকে সমাজসেবা করা) এবং দু’বছরের জন্য ‘রিস্ট্রেনিং অর্ডার’ (দু’বছর ডেবোরার সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখতে পারবেন না রিয়ানন। আইন ভাঙলে রিয়াননের হাজতবাসও হতে পারে।) তা ছাড়া পুনর্বাসন সংক্রান্ত ১৫টি সেশন করতে হবে রিয়াননকে। দু’মাস রিয়াননকে সুরাপান না করার নির্দেশও দিয়েছে আদালত। রিয়ানন বলেন, ‘‘আমি জানি মদ খেয়ে এমন করা আমার উচিত হয়নি। তবে এই ঘটনার জন্য যে এত বড় শাস্তি পেতে হবে তার ধারণা ছিল না। আমার মনে হয়, ডেবোরা অতিরিক্ত আবেগপ্রবণ মানুষ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement