Chief Justice of India

বাবার পর ছেলে, দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন ডি ওয়াই চন্দ্রচূড়?

আগামী নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি ললিত। তার আগেই পরবর্তী প্রধান বিচারপতির নাম প্রস্তাব করলেন। ফলে দেশের ৫০তম প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি চন্দ্রচূড়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১২:১৬
Share:

বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করলেন বর্তমান প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত। মঙ্গলবার সকালে শীর্ষ আদালতের বিচারপতিদের নিয়ে বৈঠকে ‘আনুষ্ঠানিক’ ভাবে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাব করে কেন্দ্রের হাতে চিঠি তুলে দেন তিনি।

Advertisement

আগামী নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি ললিত। প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন তিনি। প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে যান। সেই প্রথা মেনেই সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের নিয়ে বৈঠকে কেন্দ্রের হাতে চিঠি তুলে দিয়েছেন প্রধান বিচারপতি ললিত। ফলে দেশের ৫০তম প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি চন্দ্রচূড়।

দেশের ৪৯তম প্রধান বিচারপতি ইউ ইউ ললিত। গত অগস্টে তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পান। চলতি বছরের ৮ নভেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। ফলে আগামী ৯ নভেম্বর থেকে দেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিতে পারেন বিচারপতি চন্দ্রচূড়। তাঁর কার্যকালের মেয়াদ দু’বছর।

Advertisement

১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ২০১৩ সালে ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন। বম্বে হাইকোর্টের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।

বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও দেশের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালে থেকে ’৮৫ সাল পর্যন্ত প্রধান বিচারপতি পদে নিযুক্ত ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement