নবরাত্রি উপলক্ষে গাড়ি বিক্রির হার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ছবি: সংগৃহীত
চলতি বছর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর, নবরাত্রি উপলক্ষে গাড়ি বিক্রির হার বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দেশের গাড়ি শিল্পে সার্বিক খুচরো বিক্রির গ্রাফ গত বছরের তুলনায় এক লাফে প্রায় ৫৭ শতাংশ অর্থাৎ ৫.৪ লক্ষ ইউনিট বেড়েছে৷ সোমবার এই তথ্য প্রকাশ করেছে ‘ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন’।
দু’চাকার গাড়ি ৫২ শতাংশ, চার চাকার গাড়ি ১১৫ শতাংশ, বাণিজ্যিক গাড়ি ৪৮ শতাংশ, যাত্রিবাহী যানবাহন ৭০ শতাংশ এবং ট্রাক্টরের বিক্রি প্রায় ৫৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
এফএডিএ-র সভাপতি মণীশ রাজ সিংহানিয়া জানিয়েছেন, ‘‘নবরাত্রি উপলক্ষে এই প্রথম বার এফএডিএ গাড়ি বিক্রির পরিসংখ্যান প্রকাশ করছে। ২০১৯ সালের নবরাত্রির সঙ্গে তুলনা করলে দেখা যাবে, সার্বিক বিক্রি অনেকটা বৃদ্ধি পেয়েছে।’’
দীপাবলির মরসুমেও গাড়ির এই বাজার বহাল থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত
সিংহানিয়া আরও জানান, ‘‘কোভিড-পূর্ববর্তী মাসগুলির তুলনায় দু’চাকার যানের বিক্রি ক্রমে দুর্বল হয়ে পড়েছিল।’’
দীপাবলির মরসুমেও গাড়ির এই বাজার বহাল থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা৷ একই আশা এফএডিএ-এর সভাপতিরও।