মিরাম তারোন টুইটার থেকে নেওয়া
অরুণাচল প্রদেশের সিয়াং জেলার একটি গ্রাম থেকে ১৭ বছরের এক বালককে অপহরণের অভিযোগ উঠল চিনা সেনার বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন সে রাজ্যের বিজেপি সাংসদ তাপির গায়ো।
মিরাম তারোন নাম ওই বালককে মঙ্গলবার অপহরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই খবর জানিয়ে একটি টুইটও করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই-কে সাংসদ জানিয়েছেন, মিরামকে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অপহরণ করলেও তার এক বন্ধু পালিয়ে আসতে সক্ষম হয়।
তাপির অভিযোগ, জিডো গ্রামের ওই দু’জন স্থানীয় শিকারিকে অরুণাচল প্রদেশের সাংপো নদীর তীর থেকে আটক করে চিনা সেনা।
অসমের ব্রহ্মপুত্র নদীকেই অরুণাচল সিয়াং-এ সাংপো বলা হয়। ভারতের ভিতর ওই এলাকাতেই চিন ২০১৮ সালে তিন থেকে চার, কিলোমিটার রাস্তা তৈরি করে।
সাংসদ তাঁর টুইটে দুই বালকের ছবি দিয়ে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি ভারত সরকারের কাছে ওই বালকের দ্রুত মুক্তির আবেদনও জানিয়েছেন। সাংসদ তাপির গায়ো জানিয়েছেন, বিষয়টি তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে জানিয়েছেন। যাতে দ্রুত বালকটির মুক্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আবেদন করেছেন।
এই ঘটনাটি নিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে লিখেছেন, ‘সাধারণতন্ত্র দিবসের মাত্র কয়েক দিন আগে এক বালককে অপহরণ করল চিন। ভারতের ভবিষ্যৎ মিরাম তারোনের পাশে আছি। আমরা আশা ছাড়ছি না।’ আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নীরব। তিনি এই সব বিষয়কে গুরুত্ব দেন না।’
২০২০ সালে সেপ্টেম্বরেও চিনা সেনা অরুণাচল প্রদেশ থেকে পাঁচ জনকে অপহরণ করে। প্রায় এক সপ্তাহ ধরে আটক রাখার পর তাঁদের মুক্তি দেয় তারা।