Crime

স্ত্রীকে খুন করে পাঁচ টুকরো! ফাঁকা জলের ট্যাঙ্কে পলিথিনে মোড়া দেহাংশ উদ্ধার করল পুলিশ

অভিযুক্তের ঘরে তল্লাশি চালানোর সময় দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছিল। তাতে সন্দেহ হয় পুলিশের। এর পর তাঁরা ওই ব্যক্তির টুকরো করা দেহ পান একটি ফাঁকা ট্যাঙ্ক থেকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৩ ২৩:৩৬
Share:

বিয়ের দশ বছর পর অন্য সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী। এই সন্দেহের বশে স্ত্রীকে খুনের পর তাঁর দেহ পাঁচ টুকরো করে ফাঁকা জলের ট্যাঙ্কে ভরে রেখেছিলেন। তবে শেষরক্ষা হল না ছত্তীসগঢ়ের এক যুবকের। সোমবার সংবাদমাধ্যমে এমনই দাবি করেছে পুলিশ। স্ত্রীকে খুনের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিলাসপুরে জেলায় জাল নোটের এক কারবারিকে ধরতে অভিযানে গিয়েছিলেন পুলিশ আধিকারিকেরা। সঙ্গে ছিলেন অপরাধদমন শাখা এবং সাইবার ইউনিটের সদস্যরা। অভিযুক্তের ঘরে তল্লাশি চালানোর সময় দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছিল। তাতে সন্দেহ হয় পুলিশের। এর পর তাঁরা ওই ব্যক্তির স্ত্রীয়ের টুকরো করা দেহ পান একটি ফাঁকা ট্যাঙ্ক থেকে। জাল নোটের কারবারের পাশাপাশি স্ত্রী খুনের অভিযোগে ৩২ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। তদন্তকারীদের দাবি, সতী সাহু (২৩) নামে এক তরুণীর সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয়েছিল সকরি থানা এলাকার এই বাসিন্দার। তবে জাল নোটের কারবার করা নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হত তাঁর। অন্য দিকে, সম্প্রতি স্ত্রীর প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন অভিযুক্ত। তাঁর সন্দেহ বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন সতী। সে কারণেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন। খুনের পর স্ত্রীর দেহ কাটার জন্য একটি যন্ত্র-সহ জলের ট্যাঙ্কও কিনেছিলেন অভিযুক্ত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার ওই যুবকের ভাড়াটে বাড়ির ফাঁকা ট্যাঙ্ক থেকে পলিথিনে মোড়া সতীর দেহাংশ মিলেছে। ওই পলিথিনগুলি টেপ দিয়ে আটকানো ছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement