চেন্নাইয়ে প্রতিবাদ মঞ্চে বিয়ে। ছবি-এএফপি।
সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগের ঢঙে চেন্নাইয়েও শুরু হয়েছে প্রতিবাদ। প্ল্যাকার্ড হাতে দেখা বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদকারীরা। সেই প্রতিবাদ ম়ঞ্চেই সোমবার নিজেদের বিয়ে সারলেন এক যুগল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের সাজেই প্ল্যাকার্ড হাতে বসে রয়েছেন তাঁরা।
সদ্য বিবাহিত যুগলের নাম সুমায়া ও শাহিন শাহ। সেখানে সুমায়াকে দেখা যাচ্ছে জরির কাজ করা লাল রঙের শাড়িতে। শাহিন পরেছিলেন মেরুন রঙের পোশাক। বাড়ির বড়দের অনুমতি নিয়েই সেখানে তাঁরা বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। বিয়ের পর স্থানীয় ইমাম ওই যুগলের সঙ্গে পরিচয় করিয়ে দেন সেখানে উপস্থিত অন্যান্যদের।
২৪ ফেব্রুয়ারি থেকে উত্তর চেন্নাইয়ের ওল্ড ওয়াসারমনপেটে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ। নেটাগরিকরা এই প্রতিবাদ মঞ্চের নাম দিয়েছেন ‘চেন্নাইয়ের শাহিনবাগ।’
আরও পড়ুন: গাড়ি না পেয়ে সরকারি বাস চুরি করে বাড়ি গেলেন ব্যক্তি
আরও পড়ুন: এই নাচের ভিডিয়ো দেখে ঘাবড়ে যাচ্ছেন সবাই, দেখছেন বারবার!