Chandrashekhar Azad

যোগীর প্রতিদ্বন্দ্বী সেই চন্দ্রশেখরকে গুলি! ভীম আর্মি প্রধান ‘রাবণ’কে নিয়ে যাওয়া হল হাসপাতালে

চন্দ্রশেখরের গড়া সামাজিক সংগঠন ভীম আর্মি গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে দলিত ও অনগ্রসরদের অধিকার রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছে। উত্তর ভারতে সিএএ বিরোধী আন্দোলনেও ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৩ ১৯:১৪
Share:

গুলিবিদ্ধ চন্দ্রশেখর এবং তাঁর গাড়ি। ছবি: টুইটার থেকে নেওয়া।

দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন উত্তরপ্রদেশের দলিত নেতা তথা ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ। বুধবার বিকেলে সহারনপুরে তাঁর কনভয় লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ চন্দ্রশেখরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

কয়েক জন হামলাকারী একটি সাদা গাড়িতে এসেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তার চন্দ্রশেখরের গাড়ি লক্ষ্য করে মোট চার রাউন্ড গুলি চালায়। একটি বুলেট তাঁর পিঠে লাগে। তবে জখম গুরুতর নয় বলে পুলিশ সূত্রের খবর। সহারনপুর জেলা পুলিশের সিনিয়র সুপার (এসএসপি) বিপিন টডা বলেন, ‘‘দুষ্কৃতীদের খোঁজ চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’

চন্দ্রশেখরের গড়া সামাজিক সংগঠন ভীম আর্মি গত কয়েক বছরে বিভিন্ন রাজ্যে দলিত ও অনগ্রসরদের অধিকার রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছে। উত্তর ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চন্দ্রশেখর। শাহিনবাগ সমাবেশে যোগ দিয়ে জেলেও গিয়েছিলেন। ২০২০ সালের মার্চ মাসে রাজনৈতিক দল ‘আজাদ সমাজ পার্টি’ গড়েছিলেন তিনি। গত বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে গোরক্ষপুর (শহর) কেন্দ্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ে হেরে গিয়েছিলেন চন্দ্রশেখর। অনুগামীদের কাছে ‘রাবণ’ নামেই নিজের পরিচয় দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement