প্রতীকী ছবি।
করোনায় কাজ হারানো কর্মীদের জন্য সুখবর। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, ২০২২ সাল পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) কর্মী এবং সংস্থার অংশের টাকা দবে সরকার।
তবে সকলেই যে এই সুবিধা পাবেন এমনটা নয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, অতিমারির কারণে যে সব কর্মী কাজ হারিয়েছেন এবং পরে সংগঠিত ক্ষেত্রে ছোট সংস্থায় ফের কাজে যোগ দিয়েছেন তাঁদের ক্ষেত্রেই এই টাকা দেবে সরকার। তবে সেই সংস্থাগুলি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এ নথিভুক্ত হতে হবে।
অর্থমন্ত্রী আরও জানান, অতিমারির কারণে যে কর্মসঙ্কট দেখা দিয়েছে সেই কথা বিবেচনা করে এ বছরে মনরেগা-র বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেটা ৬০ হাজার কোটি টাকা ছিল, এ বছর তা বাড়িয়ে এক লক্ষ কোটি টাকা করা হয়েছে।