নিজস্ব চিত্র
নিয়ম ভেঙে ব্যবসার অভিযোগে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে তদন্ত স্থগিত করা আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। দুই সংস্থার বাণিজ্যিক কার্যকলাপ খতিয়ে দেখতে তদন্ত করছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। গত বছরই এই দুই সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। বলা হয়, নির্ধারিত কিছু বিক্রেতাকে বাণিজ্যে অনৈতিক সাহায্য করছে এই দুই ই-কমার্স প্ল্যাটফর্ম। বাকি সবাইকে লড়তে হচ্ছে এই সুবিধা পাওয়া বিক্রয়কারী সংস্থার বিরুদ্ধে। পাশাপাশি, ফ্লিপকার্ট ও অ্যামাজনের বিরুদ্ধে জটিল বাণিজ্যনীতি তৈরির অভিযোগেরও তদন্ত করছে সিসিআই।
এই তদন্ত নিয়ে প্রথম থেকেই আপত্তি তুলেছিল দুই সংস্থা। যদিও আদালত জানিয়ে দিল, তদন্তে আপত্তি না করে সংস্থা দু’টির উচিত তদন্তে সাহায্য করা। আদালত বলেছেন, ‘‘এত বড় দুই সংস্থার তো তদন্তে সাহায্য করা উচিত। তা না করে, ওঁরা তদন্তই চাইছেন না, এই পরিস্থিতি যথেষ্ট চিন্তার।’’
এর আগেও তদন্তের বিরুদ্ধে কর্নাটক হাই কোর্টে আবেদন করেছিল দুই সংস্থা। কিন্তু তদন্তের পক্ষে রায় দিয়ে সেই সময় আদালত জানিয়েছিল, সংস্থা দু’টির উচিত তদন্তে সাহায্য করা। তাঁরা যখন মনেই করেন, তাঁরা কোনও দোষ করেননি, তাহলে আর তদন্তে অসুবিধার কী আছে? এই কথা বলে তখন তদন্ত বন্ধ করার আবেদন নাকচ করেছিল আদালত। তার কয়েকদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করে এই দুই সংস্থা। আলাদা করে একটি ৭০০ পাতার আবেদন পত্র জমা দেয়। কিন্তু তাতেও শেষ পর্যন্ত কোনও লাভ হয়নি।