Crime

১০ বছরে ৫০ শিশু ও কিশোরীর যৌন নিগ্রহ, চুপ করাতে দামি উপহার, যোগীর রাজ্যে গ্রেফতার ইঞ্জিনিয়ার

অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশে সরকারের সেচ দফতরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ১৮:৪৩
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

না চাইতেই হাতে কখনও মোবাইল তুলে দিতেন। কখনও আবার ভিডিয়ো গেম, দামি গ্যাজেটস। তাতেই মুখ বন্ধ হয়ে যেত ছোট ছোট মেয়েগুলির। এ ভাবেই বছরের পর বছর নিজের লালসা মিটিয়ে যেতেন তিনি। উত্তরপ্রদেশে এক সরকারি কর্মীর বিরুদ্ধে এমনই মারাত্মক সব অভিযোগ। মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-র হাতে গ্রেফতার হয়েছেন তিনি। জেরায় ওই ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশে সরকারের সেচ দফতরে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। অভিযোগ, গত ১০ বছরে ৫ থেকে ১৬ বছর বয়সি প্রায় ৫০ জন শিশু ও কিশোরী তাঁর লালসার শিকার হয়েছে। শুধু তাই নয়, যৌন নির্যাতন চালানোর সময় গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে তা ছবি এবং ভিডিয়োর আকারে ইন্টারনেটে বিক্রি করারও অভিযোগ তাঁর বিরুদ্ধে।

এ দিন বান্দা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি তল্লাশি চালিয়ে ৮টি মোবাইল, নগদ ৮ লক্ষ টাকা, সেক্স টয়েজ, ল্যাপটপ এবং নানা ধরনের ডিজিটাল সামগ্রী উদ্ধার হয়েছে। শিশুদের উপর যৌন নির্যাতন চালানোর নানারকম সামগ্রীও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: অতিমারি রোখার জন্য প্রতিষেধকই যথেষ্ট নয়, সতর্কবার্তা হু প্রধানের​

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে ফের বাজার বন্ধের জন্য কেন্দ্রের অনুমতি চাইলেন কেজরী​

Advertisement



পুলিশ জানিয়েছে, বান্দা, চিত্রকূট এবং হামিরপুর, মূলত এই তিন জেলাতেই ছোট ছোট মেয়েদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করতেন ওই ব্যক্তি। জেরায় অপরাধ স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, কুকর্মের কথা যাতে চাউর না হয়, মেয়েগুলি যাতে কারও কাছে মুখ না খোলে, তার জন্য তাদের নিয়মিত মোবাইল, ভিডিয়ো গেম এবং নানারকমের গ্যাজেট উপহার দিতেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement