দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: সংগৃহীত।
নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকআরোহীকে, তার পর একের পর এক পথচারীকে ধাক্কা মেরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকের নীচে ঢুকে গেল একটি এসইউভি। বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর এই ঘটনাটি নভি মুম্বইয়ের উলভে এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রমোদ সিংহ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক পথচারী এবং দুই বাইকআরোহী। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সাদা রঙের গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। উলভে এলাকার কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পরই বিকট একটা আওয়াজ, চিৎকার চেঁচামেচি শোনা যায়। আশপাশের লোকেরা ছুটে গিয়ে দেখেন, রাস্তায় পড়ে রয়েছেন চার পথচারী। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় বাকি তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে, পথচারীদের ধাক্কা মারার পর গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে দুমড়ে ঢুকে যায়। গাড়ির সামনের অংশ ট্রাকের নীচে আটকে গিয়েছিল। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন গাড়ির চালক। তাঁকেও উদ্ধার করেন স্থানীয়রা। গাড়িচালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাঁকে আটকও করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।