অরবিন্দ কেজরীবাল
দেশে দৈনিক টিকাকরণে গতি এসেছে। কিন্তু এখনও বয়স ভিত্তিক টিকাকরণ চলছে। সেটাই চান না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি চান ১৮ বছরের বেশি বয়সি সবাইকে টিকা দেওয়ার অনুমতি দিক কেন্দ্র। অনুমতি পেলে ৩ মাসের মধ্যে দিল্লির সবাইকে তিনি কোভিড টিকা দিতে পারবেন বলেই জানিয়েছেন।
গত কয়েক সপ্তাহ ধরে ফের বাড়তে শুরু করেছে দৈনিক সংক্রমণ। আর এই সংক্রমণ বৃদ্ধির তালিকায় উপরের দিকে রয়েছে দিল্লি। বৃহস্পতিবার রাজধানীর কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার পরে ভিডিয়ো বার্তায় কেজরীবাল বলেন, ‘‘প্রতিটি টিকাকরণ কেন্দ্রে গেলেই যাতে প্রতিষেধক পাওয়া যায় সেই বন্দোবস্ত করার অনুমতি চাইছি। যদি আমাদের অনুমতি দেওয়া হয় এবং আমরা টিকার যোগান পাই, তা হলে আমাদের পরিকল্পনা অনুযায়ী ৩ মাসের মধ্যে দিল্লির সবাইকে টিকা দিতে পারব আমরা।’’
এই বিষয়ে কেন্দ্রকে দিল্লি সরকার চিঠি লিখবে বলেই জানিয়েছেন কেজরীবাল। টিকার ক্ষেত্রে বয়সসীমা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। ভিডিয়ো বার্তায় কেজরীবাল আরও বলেন, ‘‘এখানে অস্বস্তির কোনও বিষয় নেই। আমি ও আমার বাবা, মা টিকা নিয়েছি। কেন্দ্র এই ব্যাপারে নির্দেশিকা জারি করেছে। কিন্তু অনেক বিধিনিষেধ রয়েছে। দু’মাসের বেশি সময় ধরে আমরা টিকা দিচ্ছি। এই ব্যবস্থায় বদল দরকার। ১৮ বছরের উপরে সবাইকে টিকা দেওয়া উচিত।’’
এই মুহূর্তে ৬০ বছরের বেশী বয়সি ও ৪৫ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হচ্ছে। এই বয়সিদের মধ্যে সবাইকে টিকা নিয়ে নেওয়ার আবেদন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।
কেজরীবাল বলেন, আমি সবাইকে টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি। এই মুহূর্তে দৈনিক ৩০ থেকে ৪০ হাজার টিকা দেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি সেটা দৈনিক ১ লাখ ২৫ হাজার পৌঁছবে। আমরা আমাদের পরিষেবা বাড়াচ্ছি। সবাইকে এই পরিষেবার সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।