২৬০০ কোটি টাকা বরাদ্দে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার। — প্রতীকী ছবি।
রুপে ডেবিট কার্ড এবং ভিম অ্যাপে স্বল্প মূল্যের লেনদেনে উৎসাহ দিতে ২৬০০ কোটি টাকা বরাদ্দে সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
ডিজিটাল ব্যবস্থা বদলে দিয়েছে গোটা পৃথিবীকেই। জিনিসপত্র কেনাকাটা বা অন্য কোনও প্রয়োজনে এখন টাকার ব্যাগ সঙ্গে না থাকলেও চলে। হাতের মোবাইল দিয়েই মেটানো যায় খরচ। এ ছাড়া ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটাও আজ আর নতুন কোনও ব্যাপার নয়। বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল দুনিয়ায় আগামী দিনে নগদের ব্যবহার আরও কমবে। এই প্রেক্ষিতে ডিজিটাল অর্থনীতিকে উৎসাহ যোগাতে ২৬০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করল কেন্দ্র। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। এর ফলে ক্রেতা ও বিক্রেতা, উভয়েই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
ইদানীং রমরমিয়ে বাড়ছে ডিজিটাল মাধ্যমে পয়সা মেটানোর পদ্ধতি। কার্ড ব্যবহারের প্রবণতা বাড়ার পাশাপাশি নগদ বহন করার প্রয়োজনও ক্রমশই ফুরোচ্ছে। পরিসংখ্যান বলছে, গত নভেম্বরের তুলনায় ডিসেম্বরে এই প্রক্রিয়ায় লেনদেন বেড়েছে ৭ শতাংশ। নভেম্বরে ৭৩০ কোটি লেনদেনের বিনিময় মূল্য ১১ লক্ষ কোটি টাকারও বেশি। শুধুমাত্র ২০২২-য়েই ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ (ইউপিআই) ব্যবহার করে ৭,৪০৪ কোটি লেনদেন হয়েছে ১২৫ লক্ষ কোটি টাকার। আগামী দিনে তা আরও বাড়বে বলে মনে করছে কেন্দ্র। সেই লক্ষ্যেই এ বার উৎসাহ দিতে ২৬০০ কোটি টাকার তহবিল তৈরিতে ছাড়পত্র দিল মন্ত্রিসভা।