রাজস্থানের শিকারে কালভার্টে ধাক্কা দিল বাস। ছবি: এক্স।
রাজস্থানের শিকারে কালভার্টে গিয়ে ধাক্কা দিল বাস। তার অভিঘাতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেল। মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১২ জন। আহত হয়েছেন ২০ জন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সালাসার থেকে লক্ষ্মণগড় যাচ্ছিল বাসটি। তাতে সওয়ার ছিলেন ৪০ জন। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ শিকার জেলার লক্ষ্মণগড়ে একটি কালভার্টে ধাক্কা খায় বাসটি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা দেয় কালভার্টে। ঠিক কী কারণে দিনের বেলা কালভার্টে গিয়ে ধাক্কা দিল বাসটি, তা এখন খতিয়ে দেখছে পুলিশ।
দু্র্ঘটনার পরেই কালভার্টের কাছে পৌঁছে যান স্থানীয়েরা। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এর পর একে একে বাস থেকে আহতদের উদ্ধার করে লক্ষ্মণগড় হাসপাতালে ভর্তি করানো হয়। শিকারের হাসপাতালের সুপার মহেন্দ্র খিচড় জানিয়েছেন, এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।