প্রতীকী ছবি।
দিন কয়েক আগে মহারাষ্ট্রের সাতারা জেলার একটি সোনার দোকানে চুরি হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ। খতিয়ে দেখে সেই দোকানের সিসিটিভি ফুটেজ। তা দেখেই চমকে গিয়েছেন পুলিশ অফিসাররা।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে তাঁরা দেখছেন পিপিই পরে এসেছিল চোরেরা। হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে দোকানের ঢুকে শোকেস, কাবার্ডে থাকা সোনার গয়না নিতে দেখা গিয়েছে তাদের।
দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ। দোকানি অভিযোগ করেছেন, তাঁর দোকান থেকে মোট ৭৮০ গ্রাম সোনা চুরি গিয়েছে। পুলিশ জানিয়েছে, দোকানের দেওয়াল ভেঙে চুরি করতে ঢুকেছিল চোরেরা।
আরও পড়ুন: চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার চুক্তি বাতিল করল হিরো সাইকেল
এই ঘটনা সামনে আসতেই বিষয়টি নিয়ে মেতেছেন নেটাগরিকরা। করোনার হাত থেকে বাঁচতে চোরের পিপিই পরা নিয়ে মজা করছেন তাঁরা। তবে কেউ কেউ বলছেন, মুখ লুকোতেই এই রকম ফন্দি এঁটেছিল সেই চোরেরা।
আরও পড়ুন: বোনের বিয়ে দিতে অপহরণের গল্প! দু’ঘণ্টার মধ্যে সত্যি সামনে আনল পুলিশ