Yogi Adityanath

Uttar Pradesh: হাতি, ঘোড়া, গাড়ি নয়, বুলডোজারে চেপে বিয়ে করতে এলেন পাত্র

কনে রুবিনা লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। তাঁর পরিবারও বুলডোজ়ার দেখে তাজ্জব বনে গিয়েছেন!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ০৬:৫৯
Share:

এই বুলডজারে চেপেই বিয়ে করতে আসেন পাত্র। ছবি সংগৃহীত।

হাতি, ঘোড়া কিংবা দামি গাড়িতে চেপে বিয়ে করতে যাচ্ছেন বর, এমনটা নতুন নয়। করোনাকালে পশ্চিমবঙ্গে সাইকেলে চেপেও বিয়ে করতে যাওয়ার উদাহরণ রয়েছে। তবে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে বুলডোজ়ারে চেপে বিয়ে করতে গেলেন পাত্র। বাহরাইচের শ্রাবস্তি রোডের বাসিন্দারা সাক্ষী থাকলেন এমনই নজিরবিহীন কাণ্ডের!

Advertisement

কনে রুবিনা লক্ষ্মণপুর শঙ্করপুরের বাসিন্দা। তাঁর পরিবারও বুলডোজ়ার দেখে তাজ্জব বনে গিয়েছেন! বুলডোজ়ার-সহ ওই শোভাযাত্রা দেখে কৌতুক চেপে রাখেননি স্থানীয়েরাও। অনেককে বলতে শোনা যায়, ‘‘বুলডোজ়ার বাবা কী জয়!’’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশেই তাঁর সমর্থকেরা বুলডোজ়ার বাবা বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল জানিয়েছেন, বুলডোজ়ার সুষ্ঠ প্রশাসনের প্রতীক হয়ে উঠেছে রাজ্যে। সমস্ত সম্প্রদায়ই তা গ্রহণ করেছেন।

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের বিরুদ্ধে সরব অনেকেই। তাঁদের বক্তব্য, ওই বিয়েতে নিছক কৌতুকের বশে বুলডোজ়ার ব্যবহার করা হলেও আদতে বুলডোজ়ার হল ধ্বংসের প্রতীক। সম্প্রতি সুপ্রিম কোর্ট যোগী প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, বেআইনি ভাবে বুলডোজ়ার নীতি প্রয়োগ করা যাবে না।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement