Gun

খেলনা ভেবে পুরনো বন্দুক ব্যাগে ভরে স্কুলে আনল ১০ বছরের ছাত্র, খবর পেয়ে ছুটে এল পুলিশ

দীপক বিহারের একটি বেসরকারি স্কুল থেকে ফোন আসে থানায়। খবর পেয়ে স্কুলে যায় পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানান, ছাত্ররে ব্যাগে একটি পিস্তল রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১৮:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাড়িতে রাখা ছিল পুরনো পিস্তল। খেলনা ভেবে স্কুলে নিয়ে চলে এল ১০ বছরের ছাত্র। দিল্লির ঘটনা। স্কুলে গিয়ে কিশোরের ব্যাগে তল্লাশি চালিয়ে সেই বন্দুক উদ্ধার করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। বন্দুকটির লাইসেন্স রয়েছে।

Advertisement

শনিবার দীপক বিহারের একটি বেসরকারি স্কুল থেকে ফোন আসে থানায়। খবর পেয়ে স্কুলে যায় পুলিশ। স্কুল কর্তৃপক্ষ জানান, ছাত্রে ব্যাগে একটি পিস্তল রয়েছে। এর পরেই ব্যাগে তল্লাশি চালিয়ে সেই পিস্তল উদ্ধার করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষ ডেকে পাঠান তার অভিভাবককে।

স্কুলে এসে তার মা জানায়, বন্দুকটি ছেলেটির বাবার। কয়েক মাস আগে তাঁর মৃত্যু হয়েছে। বন্দুকের লাইসেন্স রয়েছে। সেটি থানায় জমা করার কথা ভেবেছিলেন তিনি। সে কারণে আলমারির বাইরে রেখে দিয়েছিলেন সেটি। তখনই কিশোর তা খেলনা ভেবে ব্যাগে ভরে স্কুলে চলে আসে। বন্দুকটি থানায় জমা করে দেন কিশোরের মা। পুলিশ জেনেছে, ওই বন্দুকের লাইসেন্স রয়েছে। ঘটনায় কোনও পক্ষই কোনও অভিযোগ দায়ের করেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement