—প্রতিনিধিত্বমূলক চিত্র।
মধ্যপ্রদেশের ইনদওরে ট্রেন থেকে উদ্ধার মহিলার খণ্ডিত ব্যাগবন্দি দেহ। পুলিশ জানিয়েছে, দেহটি দু’টুকরো করে দু’টি ব্যাগে ভরা হয়েছে। হাত-পা নেই। এখনও সেই মহিলার পরিচয় জানতে পারেনি পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে শনিবার রাতে ট্রেনে মহিলার দেহ ফেলে দেওয়া হয়েছে। রেলপুলিশ (জিআরপি) স্টেশন ইন-চার্জ সঞ্জয় শুক্ল জানিয়েছেন, এক সাফাইকর্মী প্রথমে এসে দেহাংশ পড়ে থাকার কথা জানান। এর পর অম্বেডকর নগর-ইনদওর লোকাল ট্রেন থেকে উদ্ধার করা হয় মহিলার দেহাংশ। শুক্ল এ-ও জানিয়েছেন, নিহত মহিলার বয়স ২০ থেকে ২৫ বছর।
রেলপুলিশের আধিকারিক শুক্লের কথায়, ‘‘তরুণীর মাথা থেকে কোমর পর্যন্ত অংশ একটি ট্রলি ব্যাগের ভিতর পাওয়া গিয়েছে। কোমরের নীচের অংশ একটি প্লাস্টিকের ব্যাগে মিলেছে। দু’টি হাত এবং দু’পা নেই।’’ তিনি জানিয়েছেন, শনিবার রাতে ট্রেনটি ইনদওর স্টেশনে প্রবেশ করেছে। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনটি সাফাই, রক্ষণাবেক্ষণের জন্য কারশেডে পাঠানো হয়। সেখানেই সকালে ট্রেনের কামরা থেকে মিলেছে দেহাংশ। পুলিশ তদন্তে নেমেছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে।