Student Death in Delhi School

দিল্লির বসন্ত বিহারে স্কুল থেকে উদ্ধার ষষ্ঠ শ্রেণির ছাত্রের দেহ, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পুলিশ সূত্রে খবর, ছাত্রের মৃত্যু ঘিরে নানা দাবি ঘুরে বেড়াচ্ছে। যদিও স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্কুলে ফরেন্সিক দল পৌঁছে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৭
Share:

স্কুলের ভিতরে পড়ুয়ার দেহ উদ্ধারে চাঞ্চল্য দিল্লিতে। প্রতীকী ছবি।

দিল্লির বসন্ত বিহারের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। কী ভাবে তার মৃত্যু হল তা নিয়েই রহস্য বাড়ছে। যদিও ওই ছাত্রের সহপাঠীদের একাংশের দাবি, অন্য এক পড়ুয়ার সঙ্গে গন্ডগোল হয়। দু’জনের মধ্যে মারামারি হয়। তার পরই আচমকা মাটিতে পড়ে যায় ওই ছাত্র। তার মুখ থেকে গ্যাঁজলা বার হতে শুরু করে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ছাত্রের মৃত্যু ঘিরে নানা দাবি ঘুরে বেড়াচ্ছে। যদিও স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। স্কুলে ফরেন্সিক দল পৌঁছে তদন্ত শুরু করেছে। ডেপুটি পুলিশ সুপার জানিয়েছেন, ওই ছাত্রের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শারীরিক কোনও সমস্যার কারণে ছাত্রের মৃত্যু হয়েছে। যদিও পড়ুয়াদের একাশং যে গন্ডগোলের তত্ত্ব তুলে ধরেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

ডিসিপি আরও জানিয়েছেন, ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে তার কোনও শারীরিক অসুস্থতা ছিল কি না। শিক্ষক এবং পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement