Maharashtra Assembly Election 2024

বৃহস্পতিতে শপথ, মুখ্যমন্ত্রীর নাম অঘোষিতই! হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করালেন অসুস্থ শিন্ডে

হাসপাতালে ভর্তি হয়েছিলেন একনাথ শিন্ডে। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না-হওয়ায় মঙ্গলবার ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিন্ডেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৪২
Share:

একনাথ শিন্ডে। —ফাইল ছবি।

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না-হওয়ায় মঙ্গলবার মহারাষ্ট্রের ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিন্ডেকে। হাসপাতাল সূত্রে জানা জানা যায়, কিছু শারীরিক পরীক্ষানিরীক্ষার জন্য সেখানে ভর্তি হয়েছেন তিনি। দুপুর ৩টে নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান শিন্ডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই জ্বর এবং গলায় সংক্রমণ ভুগছেন শিবসেনা প্রধান।

Advertisement

শিবসেনা সূত্রে খবর, শিন্ডের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়। রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতালে ঢোকার আগে শিন্ডে বলেন, “আমার শরীর ঠিক আছে।”

গত শুক্রবার সকালে দিল্লি থেকে ফিরেই সাতারা জেলায় নিজের গ্রামের বাড়িতে চলে যান মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী শিন্ডে। রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায় যে, বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মহারাষ্ট্রে সম্ভাব্য মন্ত্রিসভার গঠন নিয়ে সন্তুষ্ট হতে পারেননি শিন্ডে। প্রকাশ্যে শিন্ডে অবশ্য বার বার দাবি করে গিয়েছেন, মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিন্ডের ঘনিষ্ঠমহল সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতেই জ্বরে আক্রান্ত হন শিন্ডে। সেখান থেকে তিনি আসেন নিজের রাজনৈতিক কর্মভূমি ঠাণেতে।

Advertisement

গত শনিবার খানিক একতরফা ভাবেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনক্ষণ জানিয়ে দেয় বিজেপি। জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৫টায় মুম্বইয়ের আজ়াদ ময়দানে শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য সাজ সাজ রব আজ়াদ ময়দানে। সেখানে ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। কিন্তু শপথের মঞ্চ বাঁধা হলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী ক‌ে হতে চলেছেন, ফলপ্রকাশের ১০ দিন পরেও তা স্পষ্ট নয়।

মহারাষ্ট্রের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ২৩০টিতে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত)-র ‘মহাজুটি’ জোট। কিন্তু জোটের মুখ তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। বিজেপি সূত্রে খবর, দেবেন্দ্র ফডণবীসই পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সে ক্ষেত্রে উপমুখ্যমন্ত্রী হতে পারেন শিন্ডে এব‌ং অজিত। কিন্তু সূত্র মারফত জানা যায়, উপমুখ্যমন্ত্রিত্ব নিতে রাজি নন শিন্ডে। জোটের বৃহত্তম শরিক দল বিজেপি হলেও শিবসেনা নেতারা প্রকাশ্যেই দাবি করেছেন যে, শিন্ডের মুখ্যমন্ত্রিত্বেই বিপুল সাফল্য পেয়েছে ‘মহাজুটি’। তাই তাঁকেই ফের মুখ্যমন্ত্রী করা হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement