Sujay Krishna Bhadra

বৃহস্পতিতে সুজয়কৃষ্ণ কি হাজিরা দেবেন বিচার ভবনে? স্থগিতাদেশ চান ‘কাকু’র আইনজীবী

বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, হাসপাতালেই ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। বিচার ভবনে বৃহস্পতিবার হাজিরার নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছেন তাঁর আইনজীবী। সেটিরও শুনানি হবে আগামিকাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১২
Share:

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কাকু’। —ফাইল চিত্র।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কাকু’কে কলকাতায় বিচার ভবনে হাজির করানোর নির্দেশ রয়েছে। কিন্তু বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন। ফলে আগামী কাল তাঁকে আদালতে হাজির করানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে বিচার ভবনে হাজির করানোর নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে বুধবার আবেদন জানান সুজয়ের আইনজীবী। সেই আবেদনটিও বৃহস্পতিবার শুনবেন বিচার ভবনের বিচারক।

Advertisement

সুজয়কৃষ্ণকে আদালতে হাজির করানোর জন্য গত শনিবার বিচার ভবনে আবেদন জানায় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেয়। এ দিকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন মনে করে আগাম জামিনের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন জেলবন্দি সুজয়। সেই মামলা হাই কোর্টে বিচারাধীন। এই অবস্থায় বুধবার বিচার ভবনে সু়জয়কৃষ্ণের আইনজীবী অনুরোধ করেন যাতে হাই কোর্টের মামলাটিতে কোনও নির্দেশ না আসা পর্যন্ত হাজিরার নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। এই আবেদনের প্রেক্ষিতে বুধবার কোনও নির্দেশ দেয়নি নিম্ন আদালত। বৃহস্পতিবারই হাজিরায় স্থগিতাদেশের আর্জির শুনানি হবে।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ। গ্রেফতারির পরে তাঁকে প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়েছে। এ বার তাঁকে ‘শোন অ্যারেস্ট’ (আগেই গ্রেফতার হওয়া অভিযুক্তকে পুনরায় গ্রেফতার করা) করতে চায় সিবিআই। এই নিয়ে নিম্ন আদালতে আবেদনও জানায় তারা। কিন্তু আদালত একাধিক বার সুজয়কৃষ্ণকে হাজির করানোর নির্দেশ দিলেও, অভিযুক্তের শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আগামিকাল কি তাঁকে হাজির করানো যাবে আদালতে? তাঁর হাসপাতালে ভর্তি থাকা (বুধবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে) এবং নিম্ন আদালতে তাঁর আইনজীবীর স্থগিতাদেশের আর্জি ঘিরে সে প্রশ্ন আবারও উঠতে শুরু করেছে।

Advertisement

ইডির পর সিবিআই-ও সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায়। সেই কারণেই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিম্ন আদালতের বিচারক এর আগে জানিয়েছেন, সশরীরে না এলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না। এর পরেই কেন্দ্রীয় দল জানায়, তারা ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কিন্তু যত ক্ষণ না তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হচ্ছে, তত ক্ষণ তা করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement