Salman Khan

সলমন খানের শুটিংয়ের সময় সেটে ঢুকে হুমকি! অভিযোগের নিশানায় সেই লরেন্স বিশ্নোই গোষ্ঠী

বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকার জ়োন-৫-এ সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩:১৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বলিউড অভিনেতা সলমন খানকে আবার হুমকি দেওয়ার অভিযোগ গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে। তবে এ বার আর টেলিফোন বা সমাজমাধ্যমে নয়। সরাসরি শুটিংয়ের সেটে ঢুকে!

Advertisement

বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকার জ়োন-৫-এ সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাঁকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।

প্রসঙ্গত, কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করা হয় মুম্বইয়ের বান্দ্রায়। সেই খুনের ঘটনায় বিশ্নোই গোষ্ঠীর নাম জড়ায়। লরেন্স গুজরাতের জেলে বন্দি। তাঁর ভাই আনমোল বিদেশে। সেখান থেকেই তিনি এই হত্যার ছক কষেছিলেন বলে অভিযোগ। এনআইএ তাঁর মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা। আনমোলকে দেশে ফেরানোর প্রস্তুতিও শুরু হয়েছে। অভিযোগ, সিদ্দিকি খুনের পরেই সলমনকে নতুন করে পর পর কয়েক বার খুনের হুমকি দিয়েছে বিশ্নোই গোষ্ঠী। কখনও পাঁচ কোটি, কখনও দু’কোটি টাকা দাবি করা হয় তাঁর কাছ থেকে।

Advertisement

তবে সলমনের উপর বিশ্নোই গোষ্ঠীর ক্ষোভ পুরনো। ১৯৯৮ সালে রাজস্থানে কৃষ্ণসার এবং চিঙ্কারা হত্যার অভিযোগ ওঠার পর থেকেই ওই গোষ্ঠী বলিউড অভিনেতাকে হুমকি দিয়ে আসছে। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি বিশ্নোইদের। কিন্তু সলমন তা করেননি। ফলে সময় যত এগিয়েছে, ক্ষোভ ততই বেড়েছে। এই পরিস্থিতিতে এ বার সরাসরি হুমকি পেলেন বলিউডের ‘ভাইজান’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement