প্রতীকী ছবি।
মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল ১৭ জন জওয়ানের। ছত্তীসগঢ়ের সুকমায় শনিবার এই সংঘর্ষ হয়েছে। রবিবার ওই ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুকমার মিনপা জঙ্গলে শনিবার দুপুর আড়াইটা নাগাদ তল্লাশি অভিযান চলাকালীন মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে যৌথ বাহিনীর। এই যৌথ বাহিনীতে পুলিশ, কোবরা এবং এসটিএফ-এর মোট ৬০০ জওয়ান ছিলেন।
শনিবার গুলি বিনিময়ের পর ১৪ জন জওয়ান গুরুতর জখম হন। অনেক জওয়ানের খোঁজ মিলছিল না। ১৪ জন জখম জওয়ানকে শনিবারই ঘটনাস্থল থেকে ৪০০ কিলোমিটার দূরে রাইপুরে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। নিখোঁজ জওয়ানদের উদ্দেশে রবিবার সকালে ফের ওই এলাকায় তল্লাশি অভিযানে যায় পুলিশ। সেখান থেকেই নিখোঁজ ১৭ জন জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁদের কাছে থাকা ১৫ অটোমেটিক রাইফেলের খোঁজ মেলেনি।
আরও পড়ুন: ৩১ মার্চ পর্যন্ত বাতিল সব রকম যাত্রিবাহী ট্রেন, বন্ধ মেট্রোও
ছত্তীসগঢ়ের ডিজিপি ডি এম অবস্থি বলেন, “প্রায় ৩০০ মাওবাদী ছিল ওই দলে। সন্ধ্যা পর্যন্ত গুলি বিনিময় চলে। গুলিতে অনেক মাওবাদী জখমও হয়েছিলেন, তবে কারও মৃতদেহ মেলেনি।”