Boat Capsized

বিহারে গঙ্গায় উল্টে গেল নৌকা, ডুবে প্রাণ গেল তিন যাত্রীর, এখনও নিখোঁজ চার

রবিবার সকালে গোলাঘাটের কাছে অমদাবাদ এলাকায় এই নৌকাডুবির ঘটনা হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পরে ১০ জন সাঁতরে পারে উঠে আসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:০৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিহারের কাটিহার জেলায় গঙ্গায় উল্টে গেল নৌকা। রবিবার সকালে ডুবে প্রাণ হারালেন তিন জন। এখন পর্যন্ত ১০ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নৌকায় সওয়ার ছিলেন ১৭ জন। বাকিদের চার জনের খোঁজ চলছে।

Advertisement

রবিবার সকালে গোলাঘাটের কাছে অমদাবাদ এলাকায় এই নৌকাডুবির ঘটনা হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পরে ১০ জন সাঁতরে পারে উঠে আসেন। উদ্ধারে নামে প্রশাসন। তিনটি দেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি চার জনের খোঁজ চলছে। জেলাশাসক মহেশকুমার মিনা জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। কী ভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, অতিরিক্ত যাত্রী নৌকায় ওঠার কারণেই এই বিপত্তি।

এখন পর্যন্ত মৃতদের মধ্যে দু’জনকে সনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন, ৬০ বছরের পবন কুমার এবং ৭০ বছরের সুধীর মণ্ডল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement