Bulldozer at BJP office

উত্তরপ্রদেশে বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল বিজেপির কার্যালয়! নোটিস ছাড়াই অভিযান, অভিযোগ

জেলা বিজেপির সহ-সভাপতি সুরেন্দ্র সিংহের অভিযোগ, স্থানীয় প্রশাসন কোনও রকম নোটিস ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১২:৩৭
Share:

গুঁড়িয়ে দেওয়া বিজেপির কার্যালয়। ছবি: সংগৃহীত।

এ বার বুলডোজ়ার চলল বিজেপির কার্যালয়ে। ঘটনাস্থল আবার উত্তরপ্রদেশ। এত দিন রাজ্যের বিভিন্ন মাফিয়া, দুষ্কৃতী এবং অপরাধীদের ঘরবাড়িতে বুলডোজ়ার চলার খবর প্রকাশ্যে এসেছে। এ বার বিজেপিরই কার্যালয়ে বুলডোজ়ার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনাটি বালিয়ার ইন্দিরা নগরের।

Advertisement

জেলা বিজেপির সহ-সভাপতি সুরেন্দ্র সিংহের অভিযোগ, স্থানীয় প্রশাসন কোনও রকম নোটিস ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। যদিও পুর প্রশাসনের পাল্টা দাবি, একটি পার্কের উন্নয়নের জন্য কাজ চলছিল। বিজেপির কার্যালয়ের একটি অংশ ওই নির্মাণস্থলের মধ্যে পড়ছিল। তাই সেই অংশ ভেঙে দেওয়া হয়েছে। তবে পুর প্রশাসনের এই দাবিকে নস্যাৎ করেছেন সুরেন্দ্র।

পুর প্রশাসনের এই ভূমিকার সমালোচনা করার পাশাপাশি বিজেপি নেতা জানিয়েছেন, সমাজবাদী পার্টির শাসনকালেও এই অফিস ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় প্রতিবাদ করায় আবার কার্যালয় নির্মাণ করা হয়। কিন্তু এখন রাজ্যে তাদেরই সরকার। পুর প্রশাসনও পদ্মের দখলে। সুরেন্দ্রর প্রশ্ন, আগাম কোনও নোটিস না দিয়ে কী ভাবে কার্যালয়কে বেআইনি নির্মাণ বলে চিহ্নিত করে ভাঙা হল?

Advertisement

তবে বালিয়া পুরসভার আধিকারিক সুভাষ কুমারের ব্যাখ্যা, পার্কের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছিল ওই কার্যালয়। তাঁর দাবি, সুরেন্দ্র নিজে স্বীকার করেছেন যে, দলীয় কার্যালয় যে জমির উপর বানানো হয়েছিল সেটি সরকারি জমি। কার্যালয় ভাঙা হতে পারে বলেও নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও সেটি খালি না করে রং করানো হচ্ছিল। কার্যালয়ের যে অংশ সরকারি জমির উপর ছিল, শুধু সেই অংশই ভাঙা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement