বিজেপি বিধায়ক রীতি পাঠক। ছবি: সংগৃহীত।
তাঁর তহবিলের সাত কোটি টাকা কোথায়? সেই টাকা কি উধাও হয়ে গেল? একটি অনুষ্ঠানমঞ্চে সকলের সামনে উপমুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক। দলেরই এক বিধায়কের এমন প্রশ্নে অস্বস্তিতে পড়লেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্ল। দলেরই বিধায়কের এই প্রশ্নকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে কংগ্রেস।
স্থানীয় সূত্রে খবর, সিধি জেলায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন উপমুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রধান অতিথি হিসাবে হাজির হয়েছিলেন। স্থানীয় বিধায়ক রীতি পাঠকও ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। মঞ্চে বক্তৃতা করার সময় হঠাৎই উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, ‘‘হাসপাতালের উন্নয়নের জন্য সাত কোটি টাকা চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছিলেন। কিন্তু আপনার স্বাস্থ্য দফতর থেকে সেই টাকা আসতেই উধাও হয়ে গেল? ৬-৭ বার আপনাকে চিঠি লিখে জানিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি।’’ ঘটনাচক্রে, উপমুখ্যমন্ত্রী আবার স্বাস্থ্য দফতরও দেখেন।
এক জন বিধায়কের মুখে এমন প্রশ্ন শুনেই অস্বস্তিতে পড়েন উপমুখ্যমন্ত্রী। বিধায়ক আরও বলেন, ‘‘বলার জন্য এটাই ঠিক সময় ছিল। স্বাস্থ্যমন্ত্রী সশরীরে হাজির ছিলেন। তাই এই প্রশ্ন তুলে ধরেছি তাঁর সমানে। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। তাই মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি।’’ বিজেপি বিধায়কের এই প্রশ্নকে হাতিয়ার করেই ময়দানে নেমে পড়ছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের সভাপতি জিতু পটওয়ারি কটাক্ষ করে বলেন, ‘‘বিজেপি তার বিধায়কের কথাই শুনছে না। আমজনতার কথা শুনবে কী করে।’’ এর পরই তাঁর মন্তব্য, বিধায়ক যে প্রশ্ন তুলে ধরেছেন, সেই টাকা কোথায়, জবাব দেওয়া উচিত উপমুখ্যমন্ত্রীর। লুটের এই রাজনীতি কত দিন চলবে? প্রশ্ন পটওয়ারির।