BJP Leader

নিজেকে গুলি করেছিলেন বিজেপি নেতা, হাসপাতালে মৃত্যু হল তাঁর

ডিসিপি আরও জানিয়েছেন, কর্ণের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরই বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন কর্ণ। বন্দুকটির লাইসেন্সও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৯
Share:

— প্রতীকী চিত্র।

গুলি করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন বিজেপি নেতা। শনিবার সকালে হাসপাতালে মৃত্যু হল তাঁর। বুধবার গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানো হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম কর্ণ বাঁকা। দিল্লির গ্রেটার কৈলাসের বাসিন্দা তিনি। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, আর্থিক সঙ্কটে ছিলেন কর্ণ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ থানায় ফোন আসে। জানানো হয়, কর্ণ শৌচালয়ের পিছনে পড়ে গিয়েছেন। তাঁর মাথায় চোট লেগেছে। দিল্লির এক হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়।

ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) চন্দন চৌধরি জানান, হাসপাতালে গিয়ে পুলিশ কর্মীরা জানতে পারেন, শৌচালয়ে গিয়ে নিজের মাথায় গুলি করেছেন কর্ণ। মাথায় গুলি ঢোকা এবং বার হওয়ার দাগ রয়েছে। কর্ণ সক্রিয় ভাবে রাজনীতিতে জড়িত। ডিসিপি আরও জানিয়েছেন, কর্ণের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁরই বন্দুক থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন কর্ণ। বন্দুকটির লাইসেন্সও রয়েছে। পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement