Road Rage in Bengaluru

আবার বেঙ্গালুরু! তাড়া করে দম্পতির উপর হামলা, পাথর দিয়ে ভাঙা হল কাচ, গাড়িতে থাকা শিশু রক্তাক্ত

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অনুপ নামে এক যুবক। তাঁর অভিযোগ, অনেক ক্ষণ ধরেই দুই যুবক তাঁদের অনুসরণ করছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৩:৪৬
Share:

(বাঁ দিকে) অনুপ। তাঁর গাড়ির কাচ ভেঙে দিয়েছেন হামলাকারীরা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গাড়িতে থাকা এক দম্পতিকে দু’কিলোমিটার তাড়া করে হামলার অভিযোগ উঠল দুই বাইক আরোহীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। হামলায় মাথা ফেটে গিয়েছে গাড়ির পিছনের আসনে বসে থাকা ওই দম্পতির সন্তানের। কিন্তু কী নিয়ে বাইক আরোহীদের সঙ্গে বচসার সূত্রপাত এখনও স্পষ্ট হয়নি। তা জানার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অনুপ নামে এক যুবক। তাঁর অভিযোগ, অনেক ক্ষণ ধরেই দুই যুবক তাঁদের অনুসরণ করছিলেন। সন্দেহ হওয়ায় গাড়ির গতি বাড়িয়ে দেন অনুপ। ওই যুবকেরাও তাঁদের পিছু ধাওয়া করেন। দু’কিলোমিটার ধাওয়া করে রাস্তার একটু ফাঁকা জায়গায় অনুপের গাড়িকে ওভারটেক করে পথ আটকে দাঁড়ান দুই যুবক।

অনুপের পাশেই বসে ছিলেন তাঁর স্ত্রী। গাড়ির পিছনের আসনে ছিল তাঁদের পাঁচ বছরের সন্তান। অনুপের দাবি, বাইক থেকে নেমেই যুবকেরা তাঁকে গাড়ির কাচ নামাতে বলেন। অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। অনুপ গাড়ির কাচ না নামানোয় পাথর দিয়ে গাড়ির কাচ ভেঙে দেন যুবকেরা। আর এই ঘটনায় আহত হয় অনুপের পুত্র। তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। তার পরই অনুপকে শাসিয়ে চলে যান হামলাকারী দুই যুবক। রক্তাক্ত অবস্থায় সন্তানকে হাসপাতালে নিয়ে যান অনুপ এবং তাঁর স্ত্রী। অনুপের দাবি, পুত্রের মাথায় সেলাই পড়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা গুরুতর।

Advertisement

কিন্তু কেন অনুপের গাড়িতে হামলা চালানো হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়ি নিয়ে রেষারেষির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। মাস তিনেক আগেই বেঙ্গালুরুতে রেষারেষির ঘটনায় এক বাইক আরোহীকে পিষে মারার অভিযোগ ওঠে গাড়িচালকের বিরুদ্ধে। সে রকমই কোনও ঘটনার শিকার হয়েছেন কি না অনুপ, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement