পাটুলিতে চাঞ্চল্য বোমা বিস্ফোরণের ঘটনায়। ছবি: সংগৃহীত।
কালীপুজোর মধ্যে কলকাতার পাটুলিতে বোমা বিস্ফোরণ! বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে জখম এক কিশোর। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পাটুলি থানার অদূরে একটি মাঠে বিস্ফোরণ হয়। বোমাটি মাঠেই পড়ে ছিল। বল ভেবে সেটি নিয়ে খেলতে গিয়ে ঘটনাটি ঘটেছে। জখম কিশোর নবম শ্রেণির ছাত্র বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় এক যুবক বলেন, ‘‘সাড়ে ১১টা নাগাদ বিস্ফোরণ হয়। আমরা কয়েক জন তখন মাঠের দিকেই যাচ্ছিলাম আড্ডা দিতে। হঠাৎ বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি ছেলেটার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। কয়েক জন ওর চোখে-মুখে জল দিচ্ছে। তার পরেই ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল।’’
বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজোর মধ্যে কে বা কারা মাঠে বোমা রেখে গেলেন, সেই প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে পাটুলি থানার পুলিশ।