Crime

হাই কোর্টের বিচারপতি পরিচয় দিয়ে ডিজিপিকে ফোন! বিহার পুলিশের জালে অভিযুক্ত

সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি পটনা হাই কোর্টের বিচারপতি পরিচয় দিয়ে ডিজিপিকে ফোন করেন এক ব্যক্তি। আইপিএস আধিকারিকের বিরুদ্ধে মামলাটি ‘ক্লোজ়’ করতে বলেন ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২২ ১১:০৭
Share:

উদ্ধার করা হয়েছে মোবাইল ফোন ও ভুয়ো সিমকার্ড। প্রতীকী ছবি।

হাই কোর্টের বিচারপতি পরিচয় দিয়ে রাজ্যের ডিজিপিকে ফোন করে পুলিশি জালে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারে। সে রাজ্যের এক আইপিএস আধিকারিকের বিরুদ্ধে একটি মামলা চলছে। সেই মামলায় প্রভাব খাটাতে বিচারপতি পরিচয় দিয়ে ওই ব্যক্তি ফোন করেন বলে অভিযোগ।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, সম্প্রতি পটনা হাই কোর্টের বিচারপতি পরিচয় দিয়ে ডিজিপিকে ফোন করেন এক ব্যক্তি। আইপিএস আধিকারিকের বিরুদ্ধে মামলাটি ‘ক্লোজ়’ করতে বলেন ওই ব্যক্তি। ডিজিপির নির্দেশেই ওই ব্যক্তি ও আইপিএস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেওয়া হয় আর্থিক অপরাধ দমন শাখাকে। আইপিএস আধিকারিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গয়ার পুলিশ সুপার থাকাকালীন এক আবগারি মাফিয়ার সঙ্গে যোগসাজশ ছিল ওই আইপিএস আধিকারিকের। আর্থিক অপরাধ দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা ওই ভুয়ো বিচারপতির সহযোগী বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

ধৃতদের থেকে মোট নয়টি মোবাইল ফোন ও একাধিক ভুয়ো সিমকার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement