বাংলাদেশি মহিলা গ্রেফতার। —প্রতীকী চিত্র।
আরও এক বাংলাদেশি গ্রেফতার নদিয়ায়। বৃহস্পতিবার কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়া স্টেশনের বাইরে থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পরভিন বেগম। বাড়ি বাংলাদেশের নড়াইল জেলার কালিয়া থানার খোড়ালিয়ায়।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা আট-ন’মাস আগে বনগাঁ সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। দালাল মারফত এ দেশে প্রবেশ করেছিলেন তিনি। তার পর বেশ কয়েক দিন কাজও করেছিলেন মুম্বইয়ে। পুলিশ ওই মহিলার কাছ থেকে মোবাইল, ক্যামেরা, ভুয়ো আধার ও প্যান কার্ড এবং কিছু টাকা উদ্ধার করেছে। মহিলার সঙ্গে আরও কয়েক জন ছিলেন। তাঁরা পালিয়ে গিয়েছেন বলে খবর পুলিশ সূত্রে।
বাংলাদেশের ‘অস্থিরতা’র কারণে অনুপ্রবেশ নিয়ে সীমান্ত এলাকায় গত কয়েক মাসে নজরদারি বেড়েছে। রানাঘাট পুলিশ জেলার লাগাতার অভিযানে বহু অনুপ্রবেশকারী এবং ভারতীয় দালাল গ্রেফতারও হয়েছেন। পুলিশ সূত্রে খবর, গত দু’মাসে ২১৮ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ জেলা। রানাঘাট পুলিশ জেলার সুপার সানি রাজ বলেন, ‘‘সীমন্ত সংলগ্ন থানাগুলিতে বিশেষ তল্লাশি অভিযান চলছে। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগকে অতি সক্রিয় করে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। নিয়মিত অভিযানে ব্যাপক সাফল্য মিলেছে।’’