ছবি: পিটিআই।
কৃষি আইন ও সরকারি চাকরিকে হাতিয়ার করে আজ বিহারে ইস্তাহার প্রকাশ করল বিরোধীদের জোট ‘মহাগঠবন্ধন’। কংগ্রেস নেতা রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, ‘‘আরজেডি নেতা তেজস্বী যাদবের নেতৃত্বে সরকার গঠন করলে প্রথম বিধানসভা অধিবেশনেই কৃষক বিরোধী আইন বাতিল করার জন্য বিল পাশ করাব।’’ বর্তমান সরকারকে ‘যুবস্বার্থ-বিরোধী’ ব্যাখ্যা দিয়ে প্রথম দফাতেই ১০ লক্ষ চাকরির আশ্বাস দিয়েছে আরজেডি।
বিজেপি আজ ফের জানিয়েছে, চিরাগ পাসোয়ানের এলজেপি তাদের জোটের অংশ নয়। গত কাল চিরাগ নিজেকে নরেন্দ্র মোদীর ‘হনুমান’ বলে দাবি করেন। কিন্তু আজ বিজেপির বিহারের ভারপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদব বলেন, ‘‘চিরাগ পাসোয়ানকে বলছি, মনে কোনও বিভ্রান্তি রাখবেন না। বিজেপি-জেডিইউ জোট ভোটে লড়ছে। নীতীশ কুমারজি মুখ্যমন্ত্রী হবেন।’’