Nitish Kumar

‘স্ত্রী-কন্যা নেই, তাই মহিলাদের সম্পর্কে অশ্লীল মন্তব্য’! নীতীশকে আক্রমণ বিজেপি বিধায়কের

বৃহস্পতিবার বিধানসভায় পৌঁছলে নীতীশকে বিজেপি বিধায়কদের বিক্ষোভের মুখে পড়তে হয়। এক বিধায়ক তো আবার হুঁশিয়ারিও দেন, নীতীশ কুমারকে ছেড়ে কথা বলা হবে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৫:১০
Share:

বিজেপি বিধায়ক ভাগীরথী দেবী (বাঁ দিকে)। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ছবি: সংগৃহীত।

বিধানসভায় মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে। তা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এ বার নীতীশকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির মহিলা বিধায়ক ভাগীরথী দেবী।

Advertisement

বৃহস্পতিবার বিধানসভায় পৌঁছলে নীতীশকে বিজেপি বিধায়কদের বিক্ষোভের মুখে পড়তে হয়। এক বিধায়ক তো আবার হুঁশিয়ারিও দেন, নীতীশ কুমারকে ছেড়ে কথা বলা হবে না। বিধায়ক ভাগীরথী বলেন, “নীতীশ কুমারের না আছে কন্যা, না আছে স্ত্রী, নেই পুত্রবধূও। অন্যদের দেখে হিংসা হয়। তাই মহিলাদের সম্পর্কে এমন অশ্লীল মন্তব্য করেন। আমরা ওঁকে ছাড়ব না।” ভাগীরথী আরও বলেন, “নীতীশ কুমারের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই যা খুশি বলছেন।”

নীতীশের বুদ্ধিভ্রম হয়েছে বলেও কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। পুরো বিহারের মহিলাদের সম্মানহানি করেছেন মুখ্যমন্ত্রী। জন্মনিয়ন্ত্রণ নিয়ে বলতে গিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে নীতীশের বিরুদ্ধে। সেই মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিরোধীরাও নীতিশের মন্তব্য নিয়ে ক্রমশ চাপ সৃষ্টি করছেন। যদিও তাঁর মন্তব্যের জন্য নীতীশ ক্ষমা চেয়েছেন। কিন্তু তাতেও বিতর্ক থামছে না।

Advertisement

নীতীশ বলেন, “কাউকে আঘাত করতে চাইনি। বলতে চেয়েছি জন্মনিয়ন্ত্রণের জন্য শিক্ষা জরুরি।” মহিলাদের উন্নয়ন নিয়ে তিনি সব সময় ভাবেন, কাজ করার চেষ্টা করেন বলেও দাবি করেন নীতীশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement