শ্রীনগরে সেনাটহল। ছবি: পিটিআই।
গত কালের সংঘর্ষের পরে আজ কাশ্মীরের নানা অংশে ফের নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। গত কাল শ্রীনগরের শিয়াপ্রধান এলাকা রাইনাওয়ারি এবং বদগাম শহরে ধর্মীয় মিছিল নিয়ে যাওয়ার সময়ে বাহিনীর সঙ্গে বচসায় জড়ান এক দল যুবক। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্তা জানিয়েছেন, ওই যুবকদের কাছে বিশেষ মর্যাদা লোপের বিরোধী ও কাশ্মীরের ‘স্বাধীনতা’র পক্ষে পোস্টার ছিল। ফলে বাহিনী বাধা দেয়। বচসার জেরে বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে জনতার একাংশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ও ছররা ছোড়ে বাহিনীও। তাতে ৬ জন জওয়ান এবং ১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন। গত কাল গভীর রাত অবধি দফায় দফায় সংঘর্ষ চলে বলেও জানিয়েছেন ওই সরকারি কর্তা।
আজও শ্রীনগরের লাল চকে ধর্মীয় মিছিলের সঙ্গে বিশেষ মর্যাদা লোপের বিরোধী ও কাশ্মীরের ‘স্বাধীনতা’ চেয়ে পোস্টার নিয়ে যাচ্ছিলেন কিছু যুবক। বাহিনী বাধা দিলে ফের গোলমাল হয়। পরে লাল চক ও আশপাশের এলাকায় পুলিশের গাড়ি থেকে লাউডস্পিকারে কার্ফুর মতো নিষেধাজ্ঞা জারির কথা ঘোষণা করা হয়।
রাইনাওয়ারির বাসিন্দা সুহেল আহমেদের দাবি, ‘‘গত তিন-চার দিন ধরেই আমাদের এলাকায় সংঘর্ষ চলছে। কারণ, মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করছে বাহিনী। প্রতিদিনই বিকেলে কাঁদানে গ্যাসের শেল ফাটার শব্দ শুনতে পাই।’’