Molestation

পরীক্ষা দিতে যাওয়ার সময় স্টেশনে কলেজ ছাত্রীকে হেনস্থা, শেষ পর্যন্ত গ্রেফতার ভজন গায়ক

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ ওই ছাত্রী ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। বোরিভলি স্টেশনে তাঁকে উত্ত্যক্ত করেন ওই গায়ক। অভিযোগ, তাঁর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন বার বার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৫:৪৭
Share:

অভিযুক্তকে পালঘর জেলার বিরার থেকে গ্রেফতার করেছে রেলপুলিশ। — ফাইল ছবি।

ভিড় স্টেশনে ১৯ বছরের কলেজ ছাত্রীকে হেনস্থা। অভিযুক্ত এক ভজন গায়ক। গত ২৬ মার্চ মুম্বইয়ের বোরিভলি স্টেশনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তকে পালঘর জেলার বিরার থেকে গ্রেফতার করেছে রেলপুলিশ।

Advertisement

অভিযুক্তের নাম দীপক পূজারি। একাধিক ভোজপুরী অ্যালবামে গান গেয়েছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ ওই ছাত্রী ট্রেনে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। বোরিভলি স্টেশনে তাঁকে উত্ত্যক্ত করেন ওই গায়ক। অভিযোগ, তাঁর বাড়ির ঠিকানা জিজ্ঞেস করেন বার বার। ছাত্রী চিৎকার করলে ওই গায়ক একটি ট্রেনে চেপে পালিয়ে যান।

এর পরেই বোরিভলি রেল পুলিশের কাছে ছাত্রী অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করে রেলপুলিশ। পুলিশের জেরায় ছাত্রীকে উত্ত্যক্ত করার কথা স্বীকার করেছেন ওই গায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement