Blast in Bengaluru Cafe

বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণে অভিযুক্তের টুপি ছাড়া ছবি প্রকাশ্যে, উদ্ধার সেই টুপিও

এনআইএ ওই যুবককে ধরে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের যে ছবি মিলেছে, তা-ও পোস্ট করেছে এনআইএ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ১৫:১২
Share:

বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণে অভিযুক্ত। ছবি: এক্স।

বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণে অভিযুক্তর যুবকের আরও একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, বাসে সফর করছেন তিনি। মাথায় টুপি বা মুখে মাস্ক নেই। ক্যাফে থেকে মেলা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, তার মাথায় টুপি এবং মুখে মাস্ক রয়েছে। এনআইএর একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ঘটনাস্থলের কাছে একটি মসজিদের সামনে থেকে অভিযুক্তের টুপি উদ্ধার করেছে এনআইএ (জাতীয় তদন্তকারী সংস্থা)। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর পোশাকও বদলেছিলেন অভিযুক্ত।

Advertisement

১ মার্চ বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ হয়। আহত হন ন’জন। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ঘটনার দিন সকাল ১০টা ৪৫ মিনিটে ক্যাফের কাছে একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন অভিযুক্ত। সেখান থেকে বেঙ্গালুরুর ওই ক্যাফের দূরত্ব ১০০ মিটার। সকাল ১১টা ৩৪ মিনিটে ক্যাফেতে প্রবেশ করেন ওই ব্যক্তি। তার পর ১১টা ৪৩ মিনিটে বেরিয়ে যান। তার পর প্রায় এক কিলোমিটার হেঁটে গিয়ে দূরের এক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন তিনি। স্থানীয় সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। বিস্ফোরণটি হয়েছিল দুপুর ১২টা ৫৬ মিনিটে। বুধবার এনআইএ ওই যুবককে ধরে দিলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে। সিসিটিভি ফুটেজ থেকে অভিযুক্তের যে ছবি মিলেছে, তা-ও পোস্ট করেছে এনআইএ।

তদন্তকারীরা জেনেছেন, বেঙ্গালুরুর ওই ক্যাফেতে যাওয়ার সময় একাধিক বাসে চেপেছিলেন অভিযুক্ত। ফেরার সময়ও। বুধবার তাদের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ক্যাফেতে যে ক্যাপ পরেছিলেন অভিযুক্ত, তা উদ্ধার করা হয়েছে। ফেরার সময় একাধিক জায়গায় দাঁড়িয়েছিলেন তিনি। সে রকমই এক জায়গায় ফেলে গিয়েছিলেন ক্যাপ। সূত্রের খবর, যেখানে ক্যাপ ছেড়ে রেখেছিলেন, সেখানে পোশাকও বদলেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement