bengaluru

বিষাক্ত মাদক ইনজেকশন জন্মদিনের পার্টিতে, কাটা গেল কিশোরের হাত

শরীরের বাকি অংশ বাঁচাতে ওই কিশোরের হাত কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা। এর পরই কনুই থেকে হাত কেটে বাদ দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ১২:১৮
Share:

প্রতীকী ছবি

বন্ধুর জন্মদিনের পার্টি থেকে ফিরে হাত খোয়ালেন এক কিশোর। কর্নাটকের বেঙ্গালুরুর চামরাজপেট এলাকার ঘটনা। ওই কিশোরের একটি হাতে বিষাক্ত মাদক ইনজেকশন দেওয়া হয় বলে অভিযোগ। জন্মদিনের পার্টি থেকে ফেরার কয়েক দিন পরই হাত ফুলতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হাতে বিষাক্ত পদার্থ থাকার কথা জানান। শরীরের বাকি অংশ বাঁচাতে হাত কেটে ফেলার পরামর্শ দেন চিকিৎসকরা। এর পরই কনুই থেকে হাত কেটে বাদ দেওয়া হয়।

Advertisement

কিশোরের পরিবার দাবি করেছে, অভিযুক্ত হাতে মাদক ইনজেকশন দেয়। জন্মদিনের পার্টির চারদিন পরেই হাত ফুলে যায়। কিশোর জানিয়েছে, বেঙ্গালুরুর চামরাজপেট এলাকায় এক ভলিবল কোচের জন্মদিনের পার্টিতে গিয়েছিল সে। ওই কোচ কয়েকটি ট্যাবলেট জলে গুলে মিশ্রণটি তাঁর শরীরে ইনজেক্ট করে দেয়।

কিশোরের পরিবার স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। তবে গাড়ি চুরির মামলায় অভিযুক্ত কোচ ইতিমধ্যেই জেলে। যুবকের হাতে কী ধরনের বিষাক্ত পাওয়া গিয়েছে, তা জানাতে চিকিত্সকদের অনুরোধ করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement