Bar Council Of India

বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলি ভারতে কাজ করতে পারবে, সম্মতি দিল বার কাউন্সিল

ইতিমধ্যেই ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন ফর ফরেন লইয়ার্স অ্যান্ড ফরেন ল’ফার্মস ইন ইন্ডিয়া ২০২২’ বিধি চালু করতে সক্রিয়তা হয়েছে বলে বিসিআই জানিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৩ ১৬:৩৭
Share:

বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলিকে ভারতে কাজ করার ছাড়পত্র দিল বার কাউন্সিল। ফাইল চিত্র।

বিদেশি আইনজীবী এবং আইন সহায়তাকারী সংস্থাগুলিকে (ল’ফার্ম) ভারতে কাজ করার ছাড়পত্র দিতে সক্রিয় হল বার কাউন্সিল অফ ইন্ডিয়া (বিসিআই)।

Advertisement

বুধবার বিসিআইয়ের তরফে জানানো হয়েছে বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলি যাতে ভারতে কাজ করতে পারে, সেই উদ্দেশ্যে দ্রুত প্রয়োজনীয় বিধি কার্যকর করা হবে। এই উদ্দেশ্যে ইতিমধ্যেই ‘বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস ফর রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন ফর ফরেন লইয়ার্স অ্যান্ড ফরেন ল’ফার্মস ইন ইন্ডিয়া ২০২২’ বিধি চালু করতে সক্রিয় হয়েছে বলে বিসিআই জানিয়েছে।

বিদেশি আইনজীবী এবং ল’ফার্মগুলি ভারতে কাজ করার সুযোগ পেলে এ দেশের আইনজীবী এবং সশ্লিষ্ট সংস্থাগুলি পেশাগত প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছে বিসিআই। সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি সীমাবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে দরজা খোলা হলে এ পদক্ষেপ ভারতকে কোনও অসুবিধার মুখে ফেলবে না।’ বরং প্রাথমিক ভাবে মোকদ্দমাবিহীন আইনি পরামর্শ সংক্রান্ত বিষয়গুলিতে এবং আন্তর্জাতিক সালিশি মামলাগুলির ক্ষেত্রে দেশ উপকৃত হবে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement