প্রতীকী ছবি।
প্রবল অর্থাভাব। হায়দরাবাদে ঝুপড়ির বাসিন্দা বাবা তাই ৭০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন এক মাসের সন্তানকে। যদিও পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে উদ্ধার করা হয় ওই শিশুটিকে। পুলিশ উদ্ধার করে তাকে তুলে দিয়েছে শিশু কল্যাণ বিভাগের হাতে।
কয়েকদিন আগেই ওই সদ্যোজাতর মা পুলিশের কাছে অভিযোগ করেন। ওই মহিলার সন্দেহ, তাঁর স্বামীই বিক্রি করে দিয়েছেন সন্তানকে।
সেই অভিযোগের ভিত্তিতে সন্ধান চালাতে গিয়ে বৃহস্পতিবার ওই সদ্যোজাতের সন্ধান পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই শিশুটির মা-বাবা রাস্তায় থাকতেন। যখন কাজ পেতেন, তখন উপার্জন হত, বেশিরভাগ সময়টাই কাটত ভিক্ষা করে। সেটিই বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছিলেন এক দম্পতি।
তাঁরা পরিস্থিতি বুঝে ফুটপাথবাসী ওই দম্পতির সন্তান কিনতে ৭০ হাজার টাকা দর দেন। সন্তানের বাবা তাতে রাজি হয়ে যান। ওই টাকায় বিক্রি করে দেন নিজেরই সন্তানকে। পুলিশ ওই সদ্যোজাতকে উদ্ধার করার পাশাপাশি শিশু সুরক্ষা আইনে মামলা রুজু করেছে। পাশাপাশি শিশুটিকে তুলে দিয়েছে শিশু কল্যাণ বিভাগের হাতে।
আরও পড়ুন: কোভিড মুক্তির পথে দেশ, টিকা ছাড়পত্রের দিনে বললেন মোদী
আরও পড়ুন: গোয়ালঘর থেকে আদালত, প্রথম চেষ্টাতেই বিচারক রাজস্থানের দুধওয়ালার মেয়ে