—ফাইল চিত্র।
এনআরসি দফতরের সমন্বয়কারীর দায়িত্ব পেলেন এসিএস অফিসার বাবুলাল শর্মা। সম্পূর্ণ এনআরসি প্রকাশের পরে আগের কো-অর্ডিনেটর প্রতীক হাজেলা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বদলি হয়ে মধ্যপ্রদেশে চলে গিয়েছেন। ওই পদে দায়িত্ব পেয়েছিলেন হিতেশ দেবশর্মা।
২০১৩ থেকে বছর তিন এনআরসি দফতরে যুক্ত থাকা হিতেশবাবুকে স্বরাষ্ট্র দফতরের সচিব পদে উন্নীত করে এনআরসি কো-অর্ডিনেটর পদ দেওয়া হয়েছিল। কিন্তু ফেসবুকে এনআরসি নিয়ে হিতেশবাবুর কিছু আপত্তিকর পোস্ট ও কয়েকটি সাম্প্রদায়িক মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ পায়। বিভিন্ন দল ও সংগঠন তাঁর নিযুক্তি নিয়ে আপত্তি তোলে। মুখ্যসচিবের নির্দেশে তিনি দায়িত্ব গ্রহণ করেননি। পরে এক মাসের ছুটিতে যান হিতেশবাবু।
গত ৩১ অগস্ট সম্পূর্ণ এনআরসি প্রকাশিত হলেও এত দিন পর্যন্ত অভিভাবকহীন হয়ে থাকা দফতর এখনও খসড়াছুট ১৯ লক্ষাধিক মানুষকে নাম বাদ পড়ার কারণ জানিয়ে চিঠি পাঠানো শুরু করতে পারেনি। তাই রাজ্য সরকার শনিবার বর্তমানে স্বরাষ্ট্র দফতরের সচিব বাবুলাল শর্মার নাম এনআরসি কো-অর্ডিনেটর হিসেবে ঘোষণা করে।