রাম কি পৈদি ঘাটে গত বছর এ ভাবেই জ্বলেছিল ৯ লক্ষ প্রদীপ। ছবি: সংগৃহীত।
গিনেস বুকে নাম তুলতে চায় রাম জন্মভূমি। উত্তরপ্রদেশ সরকারের আশা, এ বছর দীপাবলিতেই সেই ইচ্ছে পূরণ হবে। যোগী আদিত্যনাথের সরকার এ বছর তাঁদের ষষ্ঠতম দীপোৎসব পালন করতে চলেছে অযোধ্যায়। প্রতি বারের মতো এ বারও রাম কি পৈদি ঘাটের দু’পারে জ্বলবে লক্ষ লক্ষ মাটির প্রদীপ। তবে রেকর্ড গড়ার লক্ষ্যে এ বার ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে অযোধ্যায়। সেই প্রদীপ জ্বলবেও আরও বেশি ক্ষণ ধরে। সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রয়োজনে মাটির প্রদীপে বেশি তেল ঢালতেও কসুর করবে না উত্তরপ্রদেশ সরকার।
অযোধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দীপোৎসবের প্রস্তুতি। ২৪ অক্টোবর কালীপুজো। তার আগে ২২ অক্টোবর থেকেই দেশজুড়ে শুরু হবে দীপাবলির উৎসব। অযোধ্যায় যোগী সরকার দীপোৎসব পালন করবে ২৩ অক্টোবর সন্ধ্যায়। যে মাটির পাত্রে প্রদীপ জ্বালানো হবে, ইতিমধ্যেই তা রাম কি পৈদি ঘাটে আনানো শুরু লখনউ, গোন্ডা এবং অযোধ্যা জেলার বিভিন্ন প্রান্ত থেকে। গত বছর দীপোৎসবে ৯ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল। এ বছর সেই সংখ্যা আরও ৩ লক্ষ বাড়বে। তাই আগাম প্রস্তুতিও একটু আগেই শুরু হয়ে গিয়েছে।
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এ বছর রাম জন্মভূমিতে প্রদীপ জ্বলবে অন্তত আধঘণ্টা ধরে। এর আগে প্রদীপ জ্বলার কিছু ক্ষণের মধ্যেই নিভে যেত। লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো সময় সাপেক্ষও। ফলে দ্রুত তেল ফুরিয়ে আসত প্রদীপের। সূত্রের খবর, এ বছর প্রদীপ পিছু ৩০ মিলি লিটারের বদলে ৪০ মিলিলিটার তেল দেওয়া হবে। তাতে দীপোৎসবের আলো আরও দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছে উত্তরপ্রদেশ সরকার।