Atiq Ahmed

প্রাণহানির শঙ্কা, ‘গ্যাংস্টার’ আতিকের তিন ঘাতককে প্রয়াগরাজ থেকে সরানো হল অন্য জেলে

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের খবর, আতিক এবং তাঁর ভাইয়ের তিন ঘাতক অরুণ মৌর্য, সানি এবং লভলেশ তিওয়ারির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছিল। তাঁদের প্রাণহাণির আশঙ্কাও ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ ১৯:৩২
Share:

‘গ্যাংস্টার’ আতিকের তিন ঘাতককে প্রয়াগরাজ থেকে সরানো হল অন্য জেলে। ফাইল চিত্র।

উত্তরপ্রদেশের গ্যাংস্টার রাজনীতিক আতিক আহমেদ এবং তাঁর ভাই পুলিশের সামনেই খুন হয়ে যাওয়ায় উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। আতিকের ৩ ঘাতককেও এ বার খুনের হুমকি দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। এই আবহেই ওই ৩ জন জনকে প্রয়াগরাজ সেন্ট্রাল জেল থেকে সরিয়ে দূরবর্তী প্রতাপগড় জেলে নিয়ে যাওয়া হল।

Advertisement

উত্তরপ্রদেশ পুলিশ সূত্রের খবর, আতিক এবং তাঁর ভাইয়ের ৩ ঘাতক অরুণ মৌর্য, সানি এবং লভলেশ তিওয়ারির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছিল। তাঁদের প্রাণহাণির আশঙ্কাও ছিল। তাই সব দিক খতিয়ে দেখেই তাঁদের প্রতাপগড় জেলে নিয়ে যাওয়া হল। রবিবারই ৩ জনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল জেলা আদালত।

Advertisement

প্রতাপগড় জেলে এই ৩ জনকে অন্য বন্দিদের থেকে আলাদা করে পৃথক কক্ষে রাখা হয়েছে। জেল কর্তৃপক্ষ সর্বদা তাঁদের উপর নজর রাখছেন। শনিবার রাতে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষা করতে নিয়ে আসার সময় আতিক এবং তাঁর ভাইকে গুলি করে হত্যা করেন এই তিন জন। সাংবাদিক সেজে পুলিশ এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনেই এই ঘটনা ঘটান তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement