চলছে উদ্ধারকার্য। ছবি: ভিডিয়ো গ্র্যাব।
একটানা ভারী বৃষ্টিতে ফের বিপর্যয় মুম্বইয়ে। একটি দোতলা বাড়ি ভেঙে পড়ল সেখানে।, তাতে চাপা পড়ে কমপক্ষে তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।
শুক্রবার গোবন্ডী এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার শিবাজী নগরের তিন নম্বর প্লটে একটি দোতলা বাড়ি ছিল। আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বৃহন্মুম্বই পুরসভা এবং দামকলবাহিনীর কর্মীরাও সেখানে রয়েছেন। টানা বৃষ্টিতে মাটি আলগা হয়েই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে সন্দেহ।
গত কয়েক দিন ধরেই লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। তাতে বাড়ি ভেঙে পড়ার এমন বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তবে শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর আগে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন গত রবিবার মুম্বইয়ে ৩০ জনের মৃত্যু হয়। জলমগ্ন হয়ে যায় গোটা মুম্বই।