BGT 2024-25

‘ঠিক এই কারণেই টেস্ট পাঁচ দিনের’! ৯৮ ওভারের খেলা এখনও বাকি, মনে করিয়ে দিলেন স্টার্ক

টি-টোয়েন্টির যুগে অনেক টেস্টই আড়াই থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। ভারতের মাটিতে দু’দিনেও টেস্ট শেষ হয়েছে। যে কারণে অনেক সময়ই প্রশ্ন উঠেছে এখন চার দিনের টেস্ট করা উচিত কি না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৪৩
Share:

মিচেল স্টার্ক। —ফাইল চিত্র।

মেলবোর্নে চতুর্থ দিনের শেষেও বোঝা যাচ্ছে না ম্যাচের ফল কার পক্ষে যাবে। ড্র হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক মনে করিয়ে দিচ্ছেন এই কারণে টেস্ট পাঁচ দিনের খেলা।

Advertisement

টি-টোয়েন্টির যুগে অনেক টেস্টই আড়াই থেকে তিন দিনের মধ্যে শেষ হয়ে যায়। চলতি সিরিজ়ে পার্‌থ এবং অ্যাডিলেডেও খেলা পাঁচ দিনে গড়ায়নি। ভারতের মাটিতে দু’দিনেও টেস্ট শেষ হয়েছে। যে কারণেই অনেক সময়ই প্রশ্ন উঠেছে এখন চার দিনের টেস্ট করা উচিত কি না। কিন্তু কেন পাঁচ দিনের খেলা প্রয়োজন তা মনে করিয়ে দিলেন স্টার্ক। তিনি বলেন, “সোমবার ৯৮ ওভার খেলা বাকি। এই কারণেই পাঁচ দিনের টেস্ট প্রয়োজন। যারা চার দিনের টেস্টের কথা বলেন, তারা চুপ থাকতে পারেন।”

মেলবোর্নে ৪৭৪ রান তুলে প্রথম ইনিংসে বেশ ভাল জায়গায় ছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ভারতকে ম্যাচে ফেরান নীতীশ কুমার রেড্ডি। শতরান করে লড়াইয়ে ফেরান তিনি দেশকে। ৩৬৯ রান করে ভারত। বল হাতে জসপ্রীত বুমরাহ চার উইকেট নিয়ে জয়ের আশা তৈরি করেন। তবে অস্ট্রেলিয়াও হাল ছাড়ছে না। দ্বিতীয় ইনিংসে শেষ উইকেটে নেথন লায়ন এবং স্কট বোলান্ড মিলে জুটি গড়ছেন। তাঁরা ৫৫ রান যোগ করেছেন। দিনের শেষে ২২৮ রানে ৯ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের থেকে ৩৩৩ রানে এগিয়ে তারা। যা ভারতের জন্য চাপ তৈরি করছে। চার দিন ধরে ম্যাচের পাল্লা এক বার অস্ট্রেলিয়ার দিকে গিয়েছে, এক বার ভারতের দিকে। শেষ দিনের লড়াইয়ে বোঝা যাবে কে জিতবে, বা ম্যাচ ড্র হবে কি না।

Advertisement

শেষ দিনে ভারতের ১০ উইকেট তুলে জিততে চান স্টার্ক। তিনি বলেন, “চাপ নিয়ে আমি ভাবছি না। আমার গতি কমবে না। যদি শেষ দিনে ২০ ওভার বল করতে হয়, আমি ২০ ওভার বল করব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement